অহিদ মুকুল: [২] নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
[৩] নোয়াখালীর বিচারিক হাকিম ১ নম্বর আদালতের মাধ্যমে বুধবার বেলা ৩টার দিকে আসামিদের কারাগারে পাঠানো হয়।
[৪] এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে হত্যা মামলা করেন নিহত মোহাম্মদ আবদুস শুক্কুরের বাবা আলী মিয়া। এর পরপরই রোহিঙ্গা ক্যাম্প থেকে ওমর হাকিম ফারুক, মো. সেলিম, মো. রফিক ওরফে আইয়ুব ও মো. কামালকে গ্রেপ্তার করে পুলিশ।
[৫] আলী মিয়া অভিযোগ করে বলেন, গত ২৬ জুলাই সকালে ফারুক, সেলিম, আইয়ুবসহ ৮-১০ জন যুবক শুক্কুরকে গাছ কাটতে ডেকে নেয়। এরপর মঙ্গলবার দুপুরে ভাসানচরের উত্তর-পূর্ব এলাকা থেকে তার মরদেহ পাওয়া যায়।
[৬] ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের বাবা ১০ জনকে আসামি করে মামলা করেছেন। নোয়াখালী জেনারেল হাসপাতাল ময়নাতদন্ত শেষে ওই যুবকের মরদেহ ভাসানচরে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।