শিরোনাম
◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এইডস এর চেয়ে ভয়ঙ্কর হেপাটাইটিস ভাইরাস: শেরপুর সিভিল সাজর্ন

তপু সরকার: [২] প্রতি বছর দেশে ২০ হাজার মানুষ মারা যায় ভয়ঙ্কর হেপাটাইটিস ভাইরাসে । গত দুই বছরে করোনার এ মহামারি অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ওই পরিমাণ মানুষের প্রাণহানি হয়নি। তাই বলা হয়ে থাকে এইডস ভাইরাস থেকে ১০০গুণ বেশি শক্তিশালী হেপাটাইটিস ভাইরাস ।

[৩] বুধবার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে, শেরপুর জেলা সিভিল সার্জন ডা. আবুল কাশেম মোহাম্মদ আন্ওয়ারুর রউফ, শেরপুর তার ফেসবুক পেজে একটি সচেতনতামূলক পোস্ট শেয়ার করেন ।

[৪] এই বিষয়ে সিভিল সার্জন ডা. আবুল কাশেম মোহাম্মদ আন্ওয়ারুর রউফ বলেন, প্রতি বছর দেশে আড়াই লাখ মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়, প্রত্যেক বছর মারা যাচ্ছে ২০ হাজার। অথচ এইসব আক্রান্ত রোগীদের ৯০ ভাগই জানে না যে তারা এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত।

[৫] সাধারনত রক্তরস, লালা, বীর্য ও গর্ভফুলের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে এই ভাইরাস সংক্রমিত হয়। এই ভাইরাসের সংক্রমণের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে হলে অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং অনৈতিক শারীরিক সম্পর্ক বা আচরন পরিহার করতে হবে, রক্ত গ্রহনের আগে রক্তে এই জীবাণুর উপস্থিতি পরীক্ষা করে নিতে হবে, ডিসপসিবল সূঁচ ও সিরিঞ্জ ব্যাবহার করতে হবে।

[৬] নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। হেপাটাইটিস বি ভাইরাসের প্রতিষেধক টিকা নিতে হবে এবং সর্বোপরি প্রাণঘাতী হেপাটাইটিস বি ও সি ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে নিজে এবং অন্যকে সচেতন করতে হবে।
জেলা সিভিল সার্জ্ন আরো বলেন, হেপাটাইটিস-বি ভাইরাস এবং এর প্রতিষেধক টিকার আবিস্কারক মার্কিন চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ব্লুমবার্গ এর জন্মদিনকে স্মরণ করে এই দিবসটি পালন করা হয়।

[৭] বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি ১২জনে একজন হেপাটাইটিস বি ও সি ভাইরাস দ্বারা আক্রান্ত। আক্রান্তদের মধ্যে প্রায় ১০ লাখ ৫০ হাজার প্রতি বছর মারা যায়। সংক্রমণের দিক থেকে হেপাটাইটিস বি ভাইরাস এইডস ভাইরাস থেকে ১০০গুণ বেশী শক্তিশালী।

[৮] বাংলাদেশের মোট জনসংখ্যার ৭ ভাগ (এক কোটি পাঁচ লাখ) হেপাটাইটিস বি (৬%) ও সি (১%) ভাইরাসে আক্রান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়