রাকিবুল আবির: [২] ওরেমেড ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত কোভিড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়েলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সংস্থাটির সিইও নাদাভ কিডন এতথ্য নিশ্চিত করেছেন। দ্য জেরুজালেম পোস্ট
[৩] ওরামের সহযোগী সংস্থা ওরাভাক্স মেডিকেল হাসপাতালের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের স্টাডি প্রোটোকলের অনুমোদনের পরে তেল আভিভের সৌরস্কি মেডিকেল সেন্টারে এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে। ভ্যাকসিনটি এখন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যে প্রত্যাশিত হতে পারে।
[৪] ওরাভাক্স ইতোমধ্যে কয়েক হাজার ক্যাপসুলের উৎপাদন সম্পন্ন করেছে যা ইস্রায়েলি ট্রায়েলের জন্য ব্যবহৃত হবে। অনুমোদনের পর অন্যান্য দেশেও সরবরাহ করা হবে ক্যাপসুলটি।