শিরোনাম
◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের পর এ বছরের শেষ নাগাদ ইরাকও ছাড়ছে মার্কিন কমব্যাট সেনারা

সালেহ্ বিপ্লব, আসিফুজ্জামান পৃথিল: [২] হোয়াইট হাউজে ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমির সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সোমবার বাইডেনের সঙ্গে খাদেমির বৈঠকে ইরাকে আর বিদেশি কমব্যাট সেনার প্রয়োজন নেই বলে মার্কিন প্রেসিডেন্টকে জানান ইরাকি প্রধানমন্ত্রী। বিবিসি

[৩] বাইডেন জানান, ইরাকে নতুন পর্যায় শুরু হবে সেনা প্রত্যাহারের পর। তবে মার্কিন সামরিক সহায়তা অবশ্যই অব্যাহত রাখা হবে। ইরাকি প্রধানমন্ত্রী জানান, এখন দেশের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। ইরাকে বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে। তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে মোকাবিলায় স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা করছে। নিউ ইয়র্ক টাইমস

[৪] বাইডেনের ঘোষণার পরও ইরাক একই সংখ্যাক মার্কিন সেনা থাকতে পারে। তারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেবে। তবে তারা কমব্যাট সেনা বা লড়াকু সেনা হবে না। তারা চিকিৎসা, প্রশিক্ষণ বা ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য হতে পারে। এনবিসি

[৫] আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের লড়াইয়ের অংশ হিসেবে ২০১৪ সালে ইরাকে সর্বশেষ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল। মোতায়েন করা সেনাদের মধ্যে বেশির ভাগ সদস্যকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাহার করে নেন। বাগদাদ প্রায় তিন বছর আগে ঘোষণা দেয় যে ইরাকে আইএস পরাজিত হয়েছে। তবে দেশটিতে এখনো আইএস সক্রিয় রয়েছে। তারা প্রায়শই রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়