শিরোনাম
◈ উগান্ডা‌কে হা‌রি‌য়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা ◈ বর্ণিল আয়োজনে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধন হ‌লো ◈ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশ ◈ ‘ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে ফেরত দেবে না’ ◈ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন ◈ এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে: সালাউদ্দিন কাদেরের সেই বক্তব্য ভাইরাল (ভিডিও) ◈ শেখ হাসিনাকে কোন অভিযোগে কী সাজা দেওয়া হয়েছে ◈ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এপিএম টার্মিনালসের ঐতিহাসিক পিপিপি চুক্তি ◈ খুনি হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন সারজিস ◈ ইউ‌রো‌পের মা‌ঠে ফিলিস্তিন ফুটবল দ‌লের বিশেষ বার্তা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনায় নতুন শনাক্ত ২২১ জনের, মৃত্যু ২

অহিদ মুুকুল: [২] গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫২ জনে।

[৩] এছাড়াও একই সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে।

[৪] এরমধ্যে সদর উপজেলায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৫৯ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ১৯ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটের ২৩ জন বাসিন্দা রয়েছেন।

[৫] মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার এই তথ্য জানান।

[৬] তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৪ জন, বেগমগঞ্জ ২৬ জন, সুবর্ণচরে একজন, হাতিয়া ৪ জন, চাটখিলে ১৮ জন, সোনাইমুড়ী ১৬ জন, কোম্পানীগঞ্জে ৪৯ জন, কবিরহাটে ৩ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৪০ শতাংশ।

[৭] এদিকে জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৭০৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯৮ জন ও আইসোলেশনে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী চিকিৎসাধীন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়