শিরোনাম
◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাঙ্গায় রেল প্রজেক্টের সামগ্রী চুরির ঘটনায় গ্রেপ্তার ৫

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের ভাঙ্গায় রেল প্রজেক্টের সামগ্রী চুরির ঘটনায় তিন যুবককে হাতেনাতে এলাকাবাসী আটক করার পর আর দুইজনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। আটকৃতরা হলেন, উপজেলার পূর্ব সদরদী বাস্তখোলা গ্রামের শাহ আলম মাতুব্বর (৪৫), পৌরসভার আতাদী গ্রামের রিয়াজুল ইসলাম (২২) ও ছিলাধরচর গ্রামের রবিউল শেখ (৩০) ও সুমন বিশ্বাস (৩০) ও চৌকিঘাটা গ্রামের জাফর শেখ (৪৮)।

[৩] এ ঘটনায় আজ সোমবার (২৬ জুলাই) ভাঙ্গা থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার দুই দিনব্যাপী পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল ক্রয়-বিক্রয়ের মূল হোতা ও তাদের গডফাদারকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে থানা পুলিশের দাবী।

[৪] স্থানীয়রা জানান, সম্প্রতি ভাঙ্গাসহ আশপাঁশের কয়েকটি থানা থেকে চোরাই অটো, নসিমন, ব্যাটারীসহ কালভার্ট ব্রিজের পরিত্যাক্ত রড ও ভাঙ্গায় চলমান রেললাইন প্রজেক্টের বিভিন্ন সামগ্রী চুরি হওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে ভাঙ্গা থানায় একাধিক চুরির মামলাও রুজু হয়।

[৫] কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে ভাঙ্গা উপজেলা ও পৌরসভার আশপাঁশে বিভিন্ন সময়ে দিনে ও রাতে একাধিক চুরির ঘটনা ঘটে। গত ২৪ জুলাই শনিবার রাতে ভাঙ্গায় চলমান রেললাইনের প্রজেক্টের মালামাল ও রেললাইনে থাকা ট্রাকের ব্যাটারী চুরি করছিল একদল যুবক। পরে তিন যুবককে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাদের ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

[৬] স্থানীয় মাইক্রোবাস, মিনিবিাস মালিক সমিতি ও কয়েকজন জনপ্রতিনিধি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, প্রায়ই রোডে থাকা গাড়ির ব্যাটারী চুরি হয়। সারা ভাঙ্গায় প্রশাসনের নজর এড়িয়ে চোরেরা চুরি করেই যাচ্ছে।

[৭] মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক রবিন জানান, চুরির ঘটনায় স্থানীয়রা হাতেনাতে তিন যুবক রিয়াজুল, রবিউল, সুমনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। এদের বিরুদ্ধে এলাকায় চুরি ও মাদক সেবনসহ আরও নানান অভিযোগ রয়েছে। এছাড়াও এঘটনায় শাহ আলম মাতুব্বর ও জাফর শেখ নামের দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে।

[৮] ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাঙ্গায় কয়েকটি চুরির ঘটনায় জড়িত বলে তিন যুবকের স্বীকারোক্তি পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্যমতে চোরের মূল হোতা শাহ আলমসহ মোট পাঁচ জনকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

[৯] তিনি বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধারসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়