মাহবুব কবির মিলন: একটি মধ্যবিত্ত পরিবারের যদি দুই/তিনজন সদস্য আইসিইউ-তে থাকেন, তবে সেই পরিবারের আর্থিক কারণে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই, তারপরে যদি মেলে সব লাশ। অনেক ঘর বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। ছেলে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউ-তে, শুনে বাবা হার্ট এটাকে মারা গেলেন। এবার ছেলে মারা যাবার সংবাদ শুনে মা হার্ট এটাকে চলে গেলেন।
প্লিজ সাবধান হন সবাই। আর্থিক সামর্থ্য থাকলেও বাহুল্য খরচ কমিয়ে দিয়ে অভাবগ্রস্ত মানুষের চিকিৎসার পিছনে বা খাবার-দাবারে সাহায্য করুন। একে অন্যের সমালোচনা বাদ দিন, সরকার কি করতে পারল আর পারল না, সে চিন্তা বাদ দিয়ে আপনি আপনার ভূমিকা কতটুকু পালন করছেন, সেটা অন্তর দিয়ে যাচায় করে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। এই সময়ে হাতে হাত না রাখলে আর কখন করবেন !
মানবতাকে সমুন্নত রাখতে এটাই সর্বোচ্চ সময়। আমরা আমাদের বাচ্চাদের এতিম করে চলে যেতে চাই না, তাদের পথে বসিয়ে দিয়ে চলে যেতে চাই না। আমরা সন্তানহারা হতে চাই না এই অদৃশ্য শত্রুর কারণে। আল্লাহপাকের কাছে অন্তর দিয়ে প্রার্থনা করুন। একমাত্র তিনিই পারেন আমাদের সবার চেষ্টাকে সফল করতে। ফেসবুক থেকে।