শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোলসোনারোর অভিশংসনের দাবিতে ব্রাজিলে ব্যাপক বিক্ষোভ

সুমাইয়া ঐশী: [২]আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হেরে যেতে পারেন এই নেতা। [৩] ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ির বোলসোনারো বিরোধী এই আন্দোলনে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। করোনা মহামারি মোকাবেলায় ব্যর্থতা এবং ভ্যাকসিন কেনার সময় অর্থ আত্মসাতের বিষয় নিয়ে ব্যাপক গণ অসন্তোষের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট। শনিবারও ব্রাজিলের বিভিন্ন শহরে বিক্ষোভ ফেটে পড়ে। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় দফার বিক্ষোভ দেখলো দেশটি। ইয়ন

[৪] ব্রাজিলে সব মিলিয়ে ৪০০টি শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। দেশটির ২৬টি রাজ্যের মধ্যে ২০টিতেই চলছে বোলসোনারো বিরোধী এই আন্দোলন। তবে ঠিক কতজন এই বিক্ষোভে অংশ নিয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি। এনডিটিভি

[৫] এদিকে, আগামী বছরের অক্টোবরে অনুষ্ঠিতব্য দেশটির প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বোলসোনারোর বিজয়ের বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে। জনমত অনুযায়ী, এই নির্বাচনে বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কাছে হেরে যাবেন তিনি। বোলসোনারো বিরোধী এই বিক্ষোভে লুলা ডি সিলভার ওয়ার্কার্স পার্টির বড় ভূমিকা ছিলো বলেও জানা যাচ্ছে। ফ্রান্স ২৪

[৬] এর আগে গত ৩০ জুন কংগ্রেসে বিরোধীরা বোলসোনারোর অভিশংসনের দাবি তোলে। বলা হয়, এই প্রেসিডেন্টে বিরুদ্ধে ২০টির বেশি অভিযোগ রয়েছে। তবে স্পিকারসহ কংগ্রেসে এখনো যথেষ্ট সমর্থক থাকায় অভিশংসনের দাবি নাকচ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়