শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন-খাদেমির বৈঠকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসতে পারে

রাশিদুল ইসলাম : [২] সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমির বৈঠকটি হবে হোয়াইট হাউসে। ইরাক থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের জন্য দেশটির সংসদে একটি প্রস্তাব পাশ হয়েছে। একই সঙ্গে ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এবছর অন্তত ৫০টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে বাইডেন ও খাদেমির এ বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দি ইকোনোমিক টাইমস

[৩] ইরাকে বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এরা উপদেষ্টা ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের লড়াইয়ের অংশ হিসেবে ২০১৪ সালে ইরাকে মার্কিন সেনা মোতায়েন করা হলেও অধিকাংশ সেনা প্রত্যাহার করে নেওয়া হয় ট্রাম্পের শাসনামলে।

[৪] বাইডেনের সঙ্গে খাদেমির বৈঠকে দুটি দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে। প্রাধান্য পাবে ইরাক থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টিও।

[৫] ইরাকি গবেষক সাজ্জাদ জিয়াদ এএফপিকে বলেছেন হোয়াইট হাউসের বৈঠকে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা না এলে তাদের ওপর হামলার ঘটনা আরো বাড়তে পারে। ইরাকের প্যারামিলিটারি গ্রুপগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে মার্কিন সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ কার্যক্রম আরো বাড়বে।

[৬] ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন বলেছেন হোয়াইট হাউসের বৈঠকে তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারে একটি সময়সীমা নির্ধারণ হবে বলে তিনি আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়