শিরোনাম
◈ পা‌কিস্তান ও বাংলাদেশের পর আরও এক নতুন দেশ জন্ম নিচ্ছে ভারতের পাশে ◈ নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত: আওয়ামী লীগের ভবিষ্যৎ ‘পরিবারনির্ভর নয়’ বললেন শেখ হাসিনা ◈ ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ইবতেদায়ী শিক্ষকদের ‘ভুখা মিছিলে’ পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ◈ সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস নিয়ে সুখবর ◈ নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ◈ ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মোহাম্মদ তাহের  (ভিডিও) ◈ মাত্র ৬০ মিনিটে টোকিও থেকে নিউ ইয়র্ক ভ্রমণ! ◈ ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন-খাদেমির বৈঠকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসতে পারে

রাশিদুল ইসলাম : [২] সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমির বৈঠকটি হবে হোয়াইট হাউসে। ইরাক থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের জন্য দেশটির সংসদে একটি প্রস্তাব পাশ হয়েছে। একই সঙ্গে ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এবছর অন্তত ৫০টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে বাইডেন ও খাদেমির এ বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দি ইকোনোমিক টাইমস

[৩] ইরাকে বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এরা উপদেষ্টা ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের লড়াইয়ের অংশ হিসেবে ২০১৪ সালে ইরাকে মার্কিন সেনা মোতায়েন করা হলেও অধিকাংশ সেনা প্রত্যাহার করে নেওয়া হয় ট্রাম্পের শাসনামলে।

[৪] বাইডেনের সঙ্গে খাদেমির বৈঠকে দুটি দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে। প্রাধান্য পাবে ইরাক থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টিও।

[৫] ইরাকি গবেষক সাজ্জাদ জিয়াদ এএফপিকে বলেছেন হোয়াইট হাউসের বৈঠকে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা না এলে তাদের ওপর হামলার ঘটনা আরো বাড়তে পারে। ইরাকের প্যারামিলিটারি গ্রুপগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে মার্কিন সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ কার্যক্রম আরো বাড়বে।

[৬] ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন বলেছেন হোয়াইট হাউসের বৈঠকে তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারে একটি সময়সীমা নির্ধারণ হবে বলে তিনি আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়