মকবুল হোসোন: [২] নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম নির্দেশনা মাধবদী থানা অফিসার ইনচার্জ সৈয়দুজামানএর নেতৃত্বে আজ শনিবার দিনব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
[৩] মাধবদী ছোটমাধবদী বাবুলের বাড়িআনন্দি ঋষিপাড়া সহ বেশ কয়েকটি স্পটে এ অভিযান পরিচালনা করা হয় ।এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশের এসআই মুজাফফর, মোস্তাক আহমেদ, তানভীর আহম্মেদ,এ এসআই সঞ্জয় কুমার সহ গনমাধ্যমের কর্মীবৃন্দ।
[৪] এ অভিযানে আনন্দি ঋষিপাড়া থেকে মিহির দাস ও সিপন নামে দুজন মাদক কারবারি কে আটক করে। মাধবদী থানা ওসি বলেন মাদকের জিরো টলারেন্স নীতিতে আমরা মাঠে কাজ করছি ,এই থানায় একজন মাদক কারবারি ও থাকতে দেবো না ।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।