[১] সিগারেট বাকী না দেয়ায় পিতা পুত্রকে ছুরিকাঘাতে খুন
আবদুল ওহাব: [২] বগুড়ায় বাকিতে সিগারেট না পেয়ে ক্ষিপ্ত হয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মামুনুর রশিদ (৫০) ও তার ছেলে হৃদয় হাসান (২৭) কে ছুরিকাঘাত করে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত মামুনুর রশিদ সারিয়াকান্দী এস এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামীলীগ নেতা। আর ছেলে হৃদয় কোরআনের হাফেজ এবং ডিপার্টমেন্টাল ষ্টোরের স্বত্তাধিকারী।
[৩] স্থানীয়রা জানান, ঈদুল আজহার দিবাগত রাতে শহরের কৈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের স্বজনরা জানান, রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কয়েকজন ছেলে তাদের বাসার নীচতলায় ডিপার্টমেন্টাল ষ্টোরে সিগারেট নিতে আসে। কিন্তু বাকীতে সিগারেট দিতে অস্বীকৃতি জানায় হৃদয়। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তারা আচমকা ধারালো ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে দেয়।
[৪] আত্মচিৎকারে হৃদয়ের বাবা মামুনুর রশিদ দোতলা থেকে নীচে নেমে এসে দুর্বৃত্তদের ধরপাকড়ের চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে মুহুর্তেই সটকে পড়ে দুর্বৃত্তরা। এদিকে সাথে সাথে শরীরে রক্তের বন্যা বয়ে পিতা পুত্র মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়লে স্বজনরা তাদের দুজনকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর কতর্ব্যরত চিকিৎসকরা তাদেরকে দেখে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরিবারটিতে ঈদ আনন্দের পরিবর্তে চলছে শোকের মাতম।
[৫] শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এ ঘটনা ঘটেছে। তবে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।