শিরোনাম
◈ বৃহস্পতিবার আবারও গুরুত্বপূর্ণ তিন মোড় অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের ◈ ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই: মির্জা আব্বাস (ভিডিও) ◈ বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! ◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিগারেট বাকী না দেয়ায় পিতা পুত্রকে ছুরিকাঘাতে খুন

আবদুল ওহাব: [২] বগুড়ায় বাকিতে সিগারেট না পেয়ে ক্ষিপ্ত হয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মামুনুর রশিদ (৫০) ও তার ছেলে হৃদয় হাসান (২৭) কে ছুরিকাঘাত করে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত মামুনুর রশিদ সারিয়াকান্দী  এস এইচ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামীলীগ নেতা। আর ছেলে হৃদয় কোরআনের হাফেজ এবং ডিপার্টমেন্টাল ষ্টোরের স্বত্তাধিকারী।
[৩] স্থানীয়রা জানান, ঈদুল আজহার দিবাগত রাতে শহরের কৈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের স্বজনরা জানান, রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কয়েকজন ছেলে তাদের বাসার নীচতলায় ডিপার্টমেন্টাল ষ্টোরে সিগারেট নিতে আসে। কিন্তু বাকীতে সিগারেট দিতে অস্বীকৃতি জানায় হৃদয়। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তারা আচমকা ধারালো ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে দেয়।
 [৪] আত্মচিৎকারে হৃদয়ের বাবা মামুনুর রশিদ দোতলা থেকে নীচে নেমে এসে দুর্বৃত্তদের ধরপাকড়ের চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে মুহুর্তেই সটকে পড়ে দুর্বৃত্তরা। এদিকে সাথে সাথে শরীরে রক্তের বন্যা বয়ে  পিতা পুত্র মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়লে স্বজনরা তাদের দুজনকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর কতর্ব্যরত চিকিৎসকরা তাদেরকে দেখে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরিবারটিতে ঈদ আনন্দের পরিবর্তে চলছে শোকের মাতম।
[৫] শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এ ঘটনা ঘটেছে। তবে মামলা  হলে ব্যবস্থা নেওয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়