শাহীন খন্দকার: [২] বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় এবারের ঈদুল আজহা উদযাপন করছেন। করোনার কারণে কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ করছেন না তিনি। তবে তার ভাই ও নিকট আত্মীয়দের সঙ্গে আজ ফিরোজায় দেখা করেছেন বলে জানা গেছে।
[৩] এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলীয় নেতা-কর্মীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার বিএনপির চেয়ারপারসনের এক নিকট আত্মীয় এসব তথ্য জানিয়েছেন।
[৪] খালেদা জিয়া ঈদুল আজহা উপলক্ষে একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুটি গরু কোরবানি দেওয়া হয়েছে। ঈদের দিন দুপুরে নিকটাত্মীয়দের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন খালেদা জিয়া। এসময় তার ভাই শামীম ইসকান্দার, তার পরিবারের সদস্য ও তার আরেক ভাই প্রয়াত সাঈদ ইসকান্দারের স্ত্রী ও পরিবারের অন্যরা খালেদা জিয়ার কাছে আসেন।
[৫] লন্ডনে থাকা তার বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের পরিবারের সদস্য সঙ্গে ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সম্পাদনা : ভিকটর রোজারিও