শিরোনাম
◈ এবার প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব ◈ ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা, ম‌্যাচ জিত‌লো আফগা‌নিস্তান ◈ নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল ◈ কীভা‌বে ১৯৯১ এর নির্বাচনে বিএনপির 'বিস্ময়কর' জয় এসেছিলো ◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আব্বা যখন জেলে, ঈদে ভাই-বোনরা মায়ের কাছে কোনো কিছু আবদার করিনি: প্রধানমন্ত্রী

সমীরণ রায়: [২] ‘আমরা ছোট বেলা থেকেই কৃচ্ছসাধন করা শিখেছি। এটা বাবা-মায়ের কাছ থেকেই শিখেছি। আব্বা যখন জেলের ভেতর থাকতেন, ঈদে কোনও দিনই আমরা ভাই-বোনরা মায়ের কাছে কোনও কিছু আবদার করিনি। মাকে বিব্রত করতে চাইনি। আব্বা জেলে, আমাদের আবার কীসের ঈদ!’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তানদের জন্য ঈদ কেমন ছিল সেই স্মৃতিচারণ করতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসব কথা বলেন। সূত্র: বাংলা ট্রিবিউন

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ক্রিপ্ট রাইটার নজরুল ইসলাম ঈদ নিয়ে স্মৃতিচারণামূলক ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবনের ঈদ নিয়ে শেখ হাসিনার স্মৃতিচারণা’ শীর্ষক সাত মিনিটের এক প্রমাণ্যচিত্র নির্মাণ করেন। সেখানে শেখ হাসিনা নিজেই তাঁর ঈদ এবং ভাই বোনদের ঈদ কেমন যেত সেই বর্ণনা করেন।

[৪] নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার লেখা থেকে তথ্য নেওয়া হয়েছে এ প্রমাণ্যচিত্র নির্মাণে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি সাক্ষাৎকার নিয়েছেন নজরুল ইসলাম নিজে। ঈদের দিন বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে এটি। এ প্রামাণ্য চিত্রের শুরুতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সংগ্রাম, তাঁর জীবন ও ইতিহাস তুলে ধরেন।

[৫] তিনি বলেন, ‘এ প্রমাণ্য চিত্রটি যখন করি, তখন আমি একরকম সাংবাদিক হয়ে গিয়েছিলাম। দেখেছি বঙ্গবন্ধু কন্যা যখন স্মৃতিচারণা করছেন, বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলেন।’

[৬] শেখ হাসিনাকে উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ‘ঈদের সময় বাবা ভেতরে (কারাগারে) আমরা বাইরে’ বলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন, আবার ঠিক সামলেও নেন। সেখানে উঠে আসে বঙ্গবন্ধুর ছেলে-মেয়েদের বিশাল স্যাক্রিফাইসের কথা।’ প্রধানমন্ত্রী বলছিলেন, ‘আব্বা জেলে, আমাদের আবার ঈদ কীসের? আমাদের তো ঈদ নেই। আমাদের ঈদটা হচ্ছে তখনি, যখন আব্বার সঙ্গে দেখা করতে জেলখানায় যেতাম। এক ঘণ্টা দেখা হতো, ওই এক ঘণ্টাই ছিল আমাদের ভাই-বোনদের ঈদ।’

[৭] তিনি আরও বলেন, ‘১৯৪৯ সাল থেকে ১৯৭১ সাল-দীর্ঘ সময় কারাবাস করেছেন বঙ্গবন্ধু। তাঁর পরিবারের ১৬টি ঈদ বঙ্গবন্ধুকে কারাগারে রেখে করতে হয়েছে। বাবাকে তাঁরা কীভাবে মিস করেছেন, বাবাকে ছাড়া সন্তানদের ঈদ কী যে কষ্টের, সাত মিনিটের প্রমাণ্য চিত্রে মূলত তাই তুলে আনার চেষ্টা করেছি আমি। এটি আমার কাছে একটি ব্যতিক্রম কাজ মনে হয়েছে।’ সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়