নুরে আলম: [২] যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ডেভেলপমেন্ট কর্তৃক এক গবেষণায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বর্তমানে করোনা মহামারীতে মৃতের সংখ্যা বলা হয়েছে ৪ লক্ষ। কিন্তু জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত এ মৃতের সংখ্যা ৩ থেকে ৪.৭ মিলিয়ন হতে পারে। গার্ডিয়ান
[৩] প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার ঘোষণা করছে যে, মহামারীতে তাদের এখন পর্যন্ত ৪ লক্ষ লোক মারা গিয়েছে। কিন্তু বাস্তব অবস্থা আরো খারাপ। সরকারি হিসাবের বাইরে আরো অনেক লোক মারা গিয়েছে। এবং সেটির পরিমাণ মারাত্মকভাবে বেশী।
[৪] মৃতের সঠিক সংখ্যা হাসপাতাল বা স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান থেকেই লুকানো হয়েছে বলে দাবি করে এ প্রতিবেদনের। ১৯৪৭ সালের দেশবিভাগের সময় হিন্দু-মুসলিম দাঙ্গাতেও ১ মিলিয়নের বেশী মানুষ মারা যায়। আর এবারের মহামারী আরো বেশী মারাত্মক। আল জাজিরা
[৫] প্রতিবেদনে আরো বলা হয়, মার্চে যখন করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানে তখন হাসপাতালে, হাসপাতালের বাইরে, রাস্তায় বিভিন্ন জায়গায় লাশ পড়ে থাকতে দেখা গিয়েছে। রয়টার্স
[৬] পরিশেষে তারা বলেন, ভারতে করোনার প্রথম ঢেউয়ে কমপক্ষে ২ মিলিয়ন মানুষ মারা গিয়েছে। আর দ্বিতীয় ঢেউ ছিলো অনেক মারাত্মক। সম্পাদনা : ভিকটর রোজারিও