শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে করোনায় মৃত্যু সরকারি হিসেবের থেকে ১০ গুণ বেশি হতে পারে বলছে একটি মার্কিন সংস্থা

নুরে আলম: [২] যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ডেভেলপমেন্ট কর্তৃক এক গবেষণায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বর্তমানে করোনা মহামারীতে মৃতের সংখ্যা বলা হয়েছে ৪ লক্ষ। কিন্তু জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত এ মৃতের সংখ্যা ৩ থেকে ৪.৭ মিলিয়ন হতে পারে। গার্ডিয়ান

[৩] প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার ঘোষণা করছে যে, মহামারীতে তাদের এখন পর্যন্ত ৪ লক্ষ লোক মারা গিয়েছে। কিন্তু বাস্তব অবস্থা আরো খারাপ। সরকারি হিসাবের বাইরে আরো অনেক লোক মারা গিয়েছে। এবং সেটির পরিমাণ মারাত্মকভাবে বেশী।

[৪] মৃতের সঠিক সংখ্যা হাসপাতাল বা স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান থেকেই লুকানো হয়েছে বলে দাবি করে এ প্রতিবেদনের। ১৯৪৭ সালের দেশবিভাগের সময় হিন্দু-মুসলিম দাঙ্গাতেও ১ মিলিয়নের বেশী মানুষ মারা যায়। আর এবারের মহামারী আরো বেশী মারাত্মক। আল জাজিরা

[৫] প্রতিবেদনে আরো বলা হয়, মার্চে যখন করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানে তখন হাসপাতালে, হাসপাতালের বাইরে, রাস্তায় বিভিন্ন জায়গায় লাশ পড়ে থাকতে দেখা গিয়েছে। রয়টার্স

[৬] পরিশেষে তারা বলেন, ভারতে করোনার প্রথম ঢেউয়ে কমপক্ষে ২ মিলিয়ন মানুষ মারা গিয়েছে। আর দ্বিতীয় ঢেউ ছিলো অনেক মারাত্মক। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়