লিহান লিমা: [২] গত বছর গ্রিন হাউস গ্যাস নিঃসরণের মাত্রা কিছুটা হ্রাস পাওয়ার পর এবার তা আবার বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলেছে, আগামী বছরও গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বৃদ্ধি পাবে এবং ২০২৩ সালে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা মানব ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ছুঁবে। ইয়ন
[৩] আইইএ জানায়, বিশ্বজুড়ে মহামারী থেকে পুনরুদ্ধারে বিভিন্ন দেশ ১৬ ট্রিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, তার মধ্যে ৩৮০ বিলিয়ন ডলার স্বচ্ছ জ্বালানিতে বিনিয়োগ করেছে।
[৪] প্রতিবেদনে বলা হয়, যদি সব পদক্ষেপও নেয়া হতো তারপরও ২০৫০ সালের মধ্যে বিশ্ব শূন্য কার্বন নিঃসরণের যে লক্ষ্যমাত্রা নিয়েছিলো তার থেকে অনেক পেছনে থাকবে।
[৫] আইইএর নির্বাহী পরিচালক বলেন, যেভাবে বৈশ্বিক কার্বন নিঃসরণ বৃদ্ধি পাচ্ছে তার তুলনায় বৈশ্বিক পদক্ষেপ অনেক অপ্রতুল। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে নিঃসরণ বাড়ছে তাতে প্যারিস জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণ অনেক কঠিন হয়ে পড়েছে। যদি বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখতে হয় তবে অনতিবিলম্বে নিঃসরণ হ্রাস করতে হবে।