মোঃতরিকুল ইসলাম : [২] জেলার আর্দশ সদর উপজেলার দুর্গাপুর ইউপির ৯ নং ওয়ার্ডের বদরপুরের পূর্বপাড়াসংলগ্ন কোড়ের পাড়ের নিবাসী আঃকাদের রাখাল সখ করে করে ছাল্লুজমিদার নামক গরুকে কে সখ করে অনেক কষ্ট করে ব্যাবসার উদ্যােশ্য কোরবানী ঈদে বিক্রি করে লাভবান হবে মনে করে দীর্ঘদিন যাবত লানন পালন করে আসছেন।
[৩] এই বছর কোরবানীর ঈদে বাজারে সেরা গরু ছল্লুজমিদারই হবে বলে ভাবতেন গরুর মালিক আঃ কাদের। কিন্তু আশায় গুরেবালি। কারণ গরুটি ১০,০০০০০ লাখ টাকা হাকছেন, কিন্তু ক্রেতারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দাম তুলেছেন।
[৪] হঠাৎ গরুর বাজার কমে যাওয়ায় গতকাল শেষ তৃতীয় দিনে ৩ লাখ নির্ধারিত হয়, তবুও আবদুল কাদের গরুটি ছাড়েননি, আঃকাদের চিন্তায় পড়ে যায় । মঙ্গলবার গরুটি বাজারে তুলার উদ্দেশ্য বাড়ি থেকে বের করা হলে গরুটি একনজর দেখার জন্য ভীর জমায় গ্রামবাসী । এব্যাপারে আঃকাদের কিছুই বলতে নারাজ।
[৫] তবে সোহেল ও শাহআলম মেম্বার, হারুন, জানায় কাঙ্খিত দাম না পাওয়ায় কাদেরের মন খারাপ। আজ শেষ বাজার দেখার জন্য কাদের তার স্বজনদের নিয়ে ছাল্লুজমিদারসহ নেওড়া বাজারের উদ্যেশে রওনা হন।