শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ ◈ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী কারা, দেখুন তালিকা ◈ ‘আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’: আইনজীবী আমির হোসেনকে ট্রাইব্যুনাল ◈ সালাহউদ্দিন আহমদ যে আসনের প্রার্থী হয়েছেন  ◈ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১২ প্রতিষ্ঠানের আবেদন ◈ খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ ও তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী ◈ ধর্মীয় আপত্তির মুখে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করল সরকার ◈ বিদেশে প্রশিক্ষণে কোটি টাকা ব্যয়, মাঠপর্যায়ে ফল শূন্য ◈ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে? ◈ গেইল-থিসারা পেরেরাদের হোটেলে রেখে পালিয়ে গেছে আয়োজকরা, এই লিগে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০২:০৭ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

সাখাওয়াত হোসেন: [২] করোনা মহামারির কারণে সীমিত আকারে এ বছর হজ পালিত হচ্ছে। এবার মাত্র ৬০ হাজার সৌদি বাসিন্দা হজ পালন করতে পারবেন যারা কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। শনিবার(১৭জুলাই)থেকে হাজিরা হজের উদ্দেশ্যে মক্কার মসজিদুল হারামে তাওয়াফ শুরু করেছেন এবং মিনায় একদিন অবস্থান করেছেন। তবে সোমবার জিলহজ মাসের নবম তারিখে আরাফার ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আল জাজিরা, আল আরাবিয়া, গালফ

[৪] আরাফার ময়দানে হযরত মুহাম্মাদ(সঃ) বিদায় হজের ভাষন দিয়েছিলেন। আর সেই আরাফা থেকে মিনায় ফেরার পথে হাজিরা সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় পৌঁছে তারা রাতে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। এ সময় তারা নিজেদের পাপের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করবেন।

[৫] সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড যেনো না ছড়াতে পারে তাই তারা সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করেছেন। এছাড়া হাজিদেরকে ২০ জন করে দলে ভাগ করেছেন যাতে করে যদি সংক্রমণ কোনোভাবে ছড়িয়ে পড়ে তা যেনো ২০ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সামাজিক দূরত্ব ছাড়াও কোভিড ঠেকাতে কঠোর বিধিনিষেধের অংশ হিসেবে স্মার্ট হজ কার্ড অ্যাপস চালু করা হয়েছে। এর মাধ্যমে হজ ক্যাম্প, হোটেল এবং বাসে সামাজিক দূরত্ব মেনে সেবা নিতে পারবেন হাজিরা। এছাড়া শুধু হাজিদের জন্য মক্কার আল-জাইদি স্টেশনে ১হাজার ৭৭০টি বাসের ব্যাবস্থা করা হয়েছে।

[৬] এ বছর আরাফার দিনে হজের খুৎবা পাঠ করবেন মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ ড. বন্দর বিন আব্দুল অজিজ বালিলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়