শিরোনাম
◈ পায়রার তাপবিদ্যুৎ কেন্দ্রে দৈনিক ক্ষতি ৫ কোটি টাকা! ◈ জামায়াতের সতর্কতামূলক চিঠি, মিম্বারে বসেই ছিঁড়ে ফেললেন খতিব! (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিমান হামলায় আফগানিস্তানে  তিন ক্রিকেটারসহ নিহত ৮, নিন্দা আফগান ক্রিকেট বো‌র্ডের ◈ ইসরা‌য়ে‌লে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ, আমেরিকাই গাজা যুদ্ধের মূল স্থপতি: গ‌বেষণা ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ থে‌কে বাংলাদেশ অ‌নেক শ‌ক্তিশালী: কোচ ড‌্যা‌রেন স্যামি  ◈ ক্রিকে‌টে আগামী বছর থে‌কে চালু হচ্ছে টেস্ট-টোয়েন্টি ◈ ছি‌লেন বিমানচালক এখন জিম্বাবুয়ে দলে অলরাউন্ডার নাকভি ◈ চাইনিজ তাইপের কাছে হেরে গে‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ সই হলো জুলাই সনদ, সংশয় কি কাটলো? ◈ পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০২:০৭ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

সাখাওয়াত হোসেন: [২] করোনা মহামারির কারণে সীমিত আকারে এ বছর হজ পালিত হচ্ছে। এবার মাত্র ৬০ হাজার সৌদি বাসিন্দা হজ পালন করতে পারবেন যারা কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। শনিবার(১৭জুলাই)থেকে হাজিরা হজের উদ্দেশ্যে মক্কার মসজিদুল হারামে তাওয়াফ শুরু করেছেন এবং মিনায় একদিন অবস্থান করেছেন। তবে সোমবার জিলহজ মাসের নবম তারিখে আরাফার ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আল জাজিরা, আল আরাবিয়া, গালফ

[৪] আরাফার ময়দানে হযরত মুহাম্মাদ(সঃ) বিদায় হজের ভাষন দিয়েছিলেন। আর সেই আরাফা থেকে মিনায় ফেরার পথে হাজিরা সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় পৌঁছে তারা রাতে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। এ সময় তারা নিজেদের পাপের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করবেন।

[৫] সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড যেনো না ছড়াতে পারে তাই তারা সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করেছেন। এছাড়া হাজিদেরকে ২০ জন করে দলে ভাগ করেছেন যাতে করে যদি সংক্রমণ কোনোভাবে ছড়িয়ে পড়ে তা যেনো ২০ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সামাজিক দূরত্ব ছাড়াও কোভিড ঠেকাতে কঠোর বিধিনিষেধের অংশ হিসেবে স্মার্ট হজ কার্ড অ্যাপস চালু করা হয়েছে। এর মাধ্যমে হজ ক্যাম্প, হোটেল এবং বাসে সামাজিক দূরত্ব মেনে সেবা নিতে পারবেন হাজিরা। এছাড়া শুধু হাজিদের জন্য মক্কার আল-জাইদি স্টেশনে ১হাজার ৭৭০টি বাসের ব্যাবস্থা করা হয়েছে।

[৬] এ বছর আরাফার দিনে হজের খুৎবা পাঠ করবেন মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ ড. বন্দর বিন আব্দুল অজিজ বালিলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়