শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৮:১৫ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানকে ৪৫ রানে হারিয়ে সিরিজে ফিরলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের বিরুদ্ধে দারুণ জয়ে সিরিজে ফিরলো ইংল্যান্ড। ক’দিন আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দাপুটে জয় তুলে নেয় পাকিস্তান। তবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় হলো ইংল্যান্ডের। স্বাগতিকরা ৪৫ রানের জয়ে সিরিজে ফিরল ১-১ সমতা।

[৩] রোববার (১৮ জুলাই) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯.৫ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায়। ভারপ্রাপ্ত অধিনায়ক জস বাটলার দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন। তার ৩৯ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। এছাড়া মইন আলি ৩৬, লিয়াম লিভিংস্টোন ৩৮ রান করেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ হাসনাইন ৩টি, ইমাদ ওয়াসিম ২টি, হ্যারিস রউফ ২টি, শাহিন শাহ আফ্রিদি ও শাদব খান ১টি করে উইকেট নেন।

[৪] জবাব দিতে নেমে পাকিস্তান ওপেনিং জুটিতে ৫০ রান তুলে ফেলে। একসময় ১ উইকেটে ৭১ রানে দাঁড়িয়ে থাকা পাকিস্তান পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৫ রানে আটকে যায় সফরকারীরা। দলের পক্ষে মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৩৭ রান করেন। ৩৬ রানে অপরাজিত থাকেন শাদব খান। অধিনায়ক বাবর আজম করেন ২২ রান।

[৫] ইংলিশদের পক্ষে সাকিব মাহমুদ ৩টি, আদিল রশিদ ও মইন আলি ২টি করে এবং টম কারান ও ম্যাট পারকিনসন ১টি করে উইকেট দখল করেন। ম্যাচ সেরা হয়েছেন মইন আলি। মঙ্গলবার (২০ জুলাই) ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। যে ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়