শাহীন খন্দকার: [২] বাংলাদেশ রেলওয়ের ক্যাটল স্পেশাল ট্রেনে সরকারের আয় হয়েছে সোয়া চার লাখ টাকার বেশি। চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে নয়টি ওয়াগনে ১২০টি গরু এবং ৮০টি ছাগল নিয়ে রোববার সকাল আটটায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়।
[২] ক্যাটল ট্রেনে ভাড়া বাবদ সরকারের আয় হয় ৬৮ হাজারের অধিক টাকা। জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬টি গরু ও ২০টি ছাগল বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ তিন লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে।
[৩] তিন ট্রেনে ভাড়া বাবদ সরকারের আয় হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৩৮০ টাকা। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধায় বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু ও ৬টি ছাগল নিয়ে আরও একটি স্পেশাল ট্রেনের আজ ঢাকায় আসার কথা রয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান