জুলফিকার আমীন : [২] পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ইমাম হোসেন সৈকত (১৫) নামে এক কিশোর মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে পৌর শহরের ৩নং ওয়ার্ডের স্লুইজগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ পিছ ইয়াবা ও ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সৈকত স্লুইজগেট এলাকার আফজাল হোসেনের ছেলে।
[৩] মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, গ্রেপ্তারকৃত সৈকত পুলিশের কাছে অকপটে স্বীকার করেছে সে দীর্ঘ দিন ধরে খুচরা বাজারে মাদক বিক্রি করে আসছে। তার চাচা মাদকের মূল ডিলার। কিশোর সৈকতের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।