শিরোনাম
◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা ◈ কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল, অবৈধই থাকল বিএনপি প্রার্থীর ◈ ডিসি-ইউএনও-নির্বাচন কর্মকর্তাদের প্রতি আলী রীয়াজের বিশেষ আহ্বান ◈ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান (ভিডিও) ◈ হিসাব জালিয়াতির মাধ্যমে ১৫ বছরে দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়েছে: তৌহিদ হোসান ◈ ওভারটেক করার সময় শ্যামলী ও এনার সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় সওজ‘র ১৮টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনা আশংঙ্কা নিয়েই চলাচল

জুলফিকার আমীন : [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় সওজ‘র ২টি সড়কের ১৮টি জারাজীর্ণ বেইলি সেতুর অধিকাংশ জোড়াতালি দিয়ে যান চলাচল করছে। মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন দূরপাল্লার বাস, ট্রাকসহ কয়েকশ ক্ষুদ্র ও ভারী যানবাহন চলাচল করে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংঙ্কা রয়েছে।

[৩] পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সওজ‘র মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে ১২টি এবং এলজিইডি‘র মঠবাড়িয়া-সাপলেজা সড়কে ৬টি বেইলি সেতু রয়েছে।

[৪] এসব বেইলি সেতু আশি ও নব্বইয়ের দশকের শুরুতে স্থাপণ করা। মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো হলো ঝাউতলা বাজার সেতু, দেবীপুর মাদ্রাসা সংলগ্ন সেতু, সাফা বাজার সেতু, তুষখালী সেতু, মাঝেরপুল সেতু, বহেরাতলা সেতু, মঠবাড়িয়া বাজার সেতু, থানাপাড়া সেতু, দফাদার বাড়ি সেতু, মোল্লারহাট সেতু, দক্ষিণ গুলিসাখালী সেতু ও সিএনবি সেতু। মঠবাড়িয়া-সাপলেজা সড়কের থানা সংলগ্ন কাচারিবাড়ি সেতু, মোল্লাবাড়ি সেতু, ভাড়ানীখাল সেতু, সাপলেজা গুচ্ছগ্রাম সেতু, চরকগাছিয়া সেতু ও দক্ষিণ চরখগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতু।

[৫] সরেজমিনে দেখা গেছে, এই ১৮ টি সেতুরই পাটাতনের প্লেট ভেঙে ও ছিদ্র হয়ে গেছে। এর মধ্যে মোল্লারহাট বাজার, বহেরাতলা, কাঁচা বাজার, কাচারিবাড়ি, গুচ্ছগ্রাম দক্ষিণ চরকগাছিয়া সেতুসহ বেশ কয়েকটি সেতু দিয়ে চলাচল অনুপোযোগি হয়ে পরেছে।

[৬] ট্রাক চালক আকরাম হোসেন বলেন, মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সকল বেইলি সেতুই জরাজীর্ণ। এ পথে ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। যে কোনো সময় সেতু ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। সেতুগুলোর স্থানে জরুরি ভিত্তিতে গার্ডার সেতু নির্মাণ করা প্রয়োজন।

[৭] মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম জানান, ঝূঁকিপূর্ণ সেতুগুলো পরিদর্শন করে প্রস্তাবনা সড়ক ও জনপথ বিভাগে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সেতুগুলো নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়