শিরোনাম
◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক ◈ ইরানে দেশব‌্যাপী চলমান বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?   ◈ সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরফান সোলতানির প্রথম মৃত্যুদণ্ড কার্যকর কর‌ছে ইরান!

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় সওজ‘র ১৮টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনা আশংঙ্কা নিয়েই চলাচল

জুলফিকার আমীন : [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় সওজ‘র ২টি সড়কের ১৮টি জারাজীর্ণ বেইলি সেতুর অধিকাংশ জোড়াতালি দিয়ে যান চলাচল করছে। মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন দূরপাল্লার বাস, ট্রাকসহ কয়েকশ ক্ষুদ্র ও ভারী যানবাহন চলাচল করে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংঙ্কা রয়েছে।

[৩] পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সওজ‘র মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে ১২টি এবং এলজিইডি‘র মঠবাড়িয়া-সাপলেজা সড়কে ৬টি বেইলি সেতু রয়েছে।

[৪] এসব বেইলি সেতু আশি ও নব্বইয়ের দশকের শুরুতে স্থাপণ করা। মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো হলো ঝাউতলা বাজার সেতু, দেবীপুর মাদ্রাসা সংলগ্ন সেতু, সাফা বাজার সেতু, তুষখালী সেতু, মাঝেরপুল সেতু, বহেরাতলা সেতু, মঠবাড়িয়া বাজার সেতু, থানাপাড়া সেতু, দফাদার বাড়ি সেতু, মোল্লারহাট সেতু, দক্ষিণ গুলিসাখালী সেতু ও সিএনবি সেতু। মঠবাড়িয়া-সাপলেজা সড়কের থানা সংলগ্ন কাচারিবাড়ি সেতু, মোল্লাবাড়ি সেতু, ভাড়ানীখাল সেতু, সাপলেজা গুচ্ছগ্রাম সেতু, চরকগাছিয়া সেতু ও দক্ষিণ চরখগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতু।

[৫] সরেজমিনে দেখা গেছে, এই ১৮ টি সেতুরই পাটাতনের প্লেট ভেঙে ও ছিদ্র হয়ে গেছে। এর মধ্যে মোল্লারহাট বাজার, বহেরাতলা, কাঁচা বাজার, কাচারিবাড়ি, গুচ্ছগ্রাম দক্ষিণ চরকগাছিয়া সেতুসহ বেশ কয়েকটি সেতু দিয়ে চলাচল অনুপোযোগি হয়ে পরেছে।

[৬] ট্রাক চালক আকরাম হোসেন বলেন, মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সকল বেইলি সেতুই জরাজীর্ণ। এ পথে ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। যে কোনো সময় সেতু ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। সেতুগুলোর স্থানে জরুরি ভিত্তিতে গার্ডার সেতু নির্মাণ করা প্রয়োজন।

[৭] মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম জানান, ঝূঁকিপূর্ণ সেতুগুলো পরিদর্শন করে প্রস্তাবনা সড়ক ও জনপথ বিভাগে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সেতুগুলো নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়