শরীফ শাওন: [২] দেশের ৬ বোর্ডের অধীনে ২৯ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২৭ হাজার ২৭২ জন। পরীক্ষার্থীদের ৯ শতাংশ অর্থাৎ ২৬৮২ জন অনুপস্থিত ছিলেন।
[৩] রোববার দুপুরে আল হাইয়াতুল উলিয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশের প্রকাশিত ফলে জানা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ৭৯ দশমিক ৪২ শতাংশ ছাত্র এবং ৬৩ দশমিক ৬৩ শতাংশ ছাত্রী। পরীক্ষার্থীদের মধ্যে ৮০০ নম্বরের অধিক পেয়ে মুমতাজ পেয়েছেন ৪ শতাংশ বা ১ হাজার ১২১ জন।
[৪] প্রতিষ্ঠানটির অফিস সম্পাদক মু. অছিউর রহমান জানান, মোবাইল ফোনের মেসেজ-এর মাধ্যমে দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল জানা যাবে। মেসেজ অপশনে গিয়ে HTR স্পেস রোল নম্বর দিয়ে ২৯৯৩৩ নম্বরে send করতে হবে।