শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৪:৫১ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিনুল ইসলাম: প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে হার্ভার্ড বা অক্সফোর্ডে সরাসরি পিএইচডি করা যায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় না!

আমিনুল ইসলাম: একটা দেশের বিশ্ববিদ্যালয় তার ছাত্র-ছাত্রীদের শেখাবে-কীভাবে বৈষম্য রোধ করা যায়। কীভাবে মেধার চর্চা করা যায়। আর আমাদের দেশ সেরা বিশ্ববিদ্যালয়টি এবার বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য সরাসরি আবেদন করা যাবে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে হার্ভার্ডে সরাসরি পিএইচডি করা যায়। অক্সফোর্ডে পিএইচডি করা যায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় না! তো, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আসলে তাদের শিক্ষকদের কাছ থেকে, ‘আমরাই সেরা কিংবা ভর্তি হয়ে দেখাও’ ছাড়া আর কিছু শিখছে কিনা আমার সন্দেহ হয় এখন। অথচ এই বিশ্ববিদ্যালয়েরই বেশ কয়েকজন শিক্ষক চুরি করে অন্যের গবেষণা রিপোর্ট নিজের বলে চালিয়ে দেওয়ার জন্য ধরা খেয়েছে। এখন যদি ইংল্যান্ড-আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো বলে বসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে ওরা সরাসরি পিএইচডির জন্য নেবে না; তখন আপনাদের কেমন লাগবে?

আপনারা কি করে নিশ্চিত হলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরাসরি পিএইচডি করার যোগ্যতা রাখে না? এটা নিশ্চিত হবার জন্যও তো গবেষণার প্রয়োজন আছে। সেই গবেষণা কি আপনারা করেছেন? মেধার চর্চা করতে হলে, সবাইকে এক রকম সুযোগ দিতে হবে। এরপরই না আপনি বুঝতে পারবেন, কে ভালো, কার মেধা কতোটুকু। এখন যদি অন্য একটি বিশ্ববিদ্যালয় বলে বসে, শহরের কলেজ থেকে পাস না করলে অনার্সে পরীক্ষা দেওয়া যাবে না, কিংবা নটরডেম/ঢাকা কলেজ, হলিক্রস/ভিকারুন্নেসা ছাড়া আর কেউ পরীক্ষা দিতে পারবে না। তখন সেটা কেমন হবে? আপনারা কি বুঝতে পারছেন না, আপনারা আসলে ঠিক এই কাজটাই করেছেন? অবশ্য এটা বুঝার জন্য যে বুদ্ধি কিংবা মেধার প্রয়োজন; আপনাদের সেটা আছে কিনা, আমার এই নিয়েও সন্দেহ আছে! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়