শিরোনাম
◈ টি-টোয়েন্টির বিধ্বংসী ওপেনার আমিরা‌তের ওয়া‌সিম‌কে দলে নি‌লো রাজশাহী ওয়া‌রিয়র্স ◈ ৪৪ গোল কর‌লেই হাজারের মাইলফলক, তার প‌রেই মাঠ ছাড়‌বেন রোনালদো  ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ জকসু নির্বাচন ◈ খালেদা জিয়ার জীবনাবসান: তিনবারের প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ইতি ◈ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল খালেদা জিয়ার জানাজা: সালাহউদ্দিন আহমেদ ◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৪:৫১ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিনুল ইসলাম: প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে হার্ভার্ড বা অক্সফোর্ডে সরাসরি পিএইচডি করা যায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় না!

আমিনুল ইসলাম: একটা দেশের বিশ্ববিদ্যালয় তার ছাত্র-ছাত্রীদের শেখাবে-কীভাবে বৈষম্য রোধ করা যায়। কীভাবে মেধার চর্চা করা যায়। আর আমাদের দেশ সেরা বিশ্ববিদ্যালয়টি এবার বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য সরাসরি আবেদন করা যাবে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে হার্ভার্ডে সরাসরি পিএইচডি করা যায়। অক্সফোর্ডে পিএইচডি করা যায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় না! তো, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আসলে তাদের শিক্ষকদের কাছ থেকে, ‘আমরাই সেরা কিংবা ভর্তি হয়ে দেখাও’ ছাড়া আর কিছু শিখছে কিনা আমার সন্দেহ হয় এখন। অথচ এই বিশ্ববিদ্যালয়েরই বেশ কয়েকজন শিক্ষক চুরি করে অন্যের গবেষণা রিপোর্ট নিজের বলে চালিয়ে দেওয়ার জন্য ধরা খেয়েছে। এখন যদি ইংল্যান্ড-আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো বলে বসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে ওরা সরাসরি পিএইচডির জন্য নেবে না; তখন আপনাদের কেমন লাগবে?

আপনারা কি করে নিশ্চিত হলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরাসরি পিএইচডি করার যোগ্যতা রাখে না? এটা নিশ্চিত হবার জন্যও তো গবেষণার প্রয়োজন আছে। সেই গবেষণা কি আপনারা করেছেন? মেধার চর্চা করতে হলে, সবাইকে এক রকম সুযোগ দিতে হবে। এরপরই না আপনি বুঝতে পারবেন, কে ভালো, কার মেধা কতোটুকু। এখন যদি অন্য একটি বিশ্ববিদ্যালয় বলে বসে, শহরের কলেজ থেকে পাস না করলে অনার্সে পরীক্ষা দেওয়া যাবে না, কিংবা নটরডেম/ঢাকা কলেজ, হলিক্রস/ভিকারুন্নেসা ছাড়া আর কেউ পরীক্ষা দিতে পারবে না। তখন সেটা কেমন হবে? আপনারা কি বুঝতে পারছেন না, আপনারা আসলে ঠিক এই কাজটাই করেছেন? অবশ্য এটা বুঝার জন্য যে বুদ্ধি কিংবা মেধার প্রয়োজন; আপনাদের সেটা আছে কিনা, আমার এই নিয়েও সন্দেহ আছে! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়