শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১২:১২ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক-২           

      ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে শপিং ব্যাগের ভেতর থেকে১০হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাব।
[৩] শুক্রবার রাতে পৌরসভার হাইস্কুল মাঠ সংলগ্ন ইউনুস হাজী মার্কেটের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
[৪] আটকরা হলেন,টেকনাফ সদর ইউপি দক্ষিণ গোদার বিল এলাকার মোঃ রশিদের ছেলে কেফায়েত উল্লাহ (১৮) ও উখিয়া উপজেলার  মরিচ্যা পাগলিবিল এলাকার জাকির হোসেনের ছেলে মোঃ জামাল (২২)।
[৫] শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,টেকনাফ পৌরসভার হাই স্কুল মাঠের পূর্ব পাশে ইউনুস হাজী মার্কেটের সামনে ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।
[৬] র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়