শিরোনাম
◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার ◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ ◈ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল ◈ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে : তারেক রহমান ◈ প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তিন অভিযোগে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৮:১৭ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর পশুর হাটে ক্রেতা কম, দাম বেশি

সুজিৎ নন্দী: [২] রাজধানীর কোরবানীর পশুর হাটগুলোতে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে বেচা-কেনা শুরু হয়েছে। প্রথম দিন হাটগুলোতে ক্রেতা উপস্থিতি কম দেখা গেছে। যারা হাটে এসেছেন তাদের বেশিরভাগ ঘুরে দেখছেন। দাম করছেন। মহাজনরা বিরক্ত বোধ করছেন। শনিবার উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায়, ভাটারা (সাইদনগর), স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা ঘুওে এরকম চিত্র দেখা গেছে ।

[৩] ক্রেতারা বলছেন, অনলাইনে গরুর দাম বেশি, এই দামে তাদের পোষাবে না। বিশেষ করে অনেকে কেজি হিসেবে বিক্রি করছে। প্রতি কেজি ৪৫০ থেকে ৪৭৫টাকা দরে দাম চাওয়া হচ্ছে। এতে কোরবানীর পরে প্রতি কেজি মাংসের দাম দাঁড়াবে প্রায় ৭শ’ টাকা। ক্ষেত্র বিশেষে তারও বেশি।

[৪] প্রথম দিনই গরু কিনেছেন অনেকে। তাদের ভাষ্য, চড়া দামের বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের কোরবানির পশুর হাট। ক্রেতা না থাকলেও বিক্রেতারা দাম ছাড়ছেন না। তারাও বাজার বোঝার জন্য বেশি দাম হাকছেন।

[৫] হাটে বেশকিছু ব্যাপারীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর রাজধানীর পশুর বাজার চড়া দাম নিয়ে শুরু হয়েছে। কারণ প্রায় সব হাটে পশু আমদানির সংখ্যা গত বছরগুলোর চেয়ে অনেক কম। যদিও হাটের ইজারাদাররা বলছেন, পশুর সংখ্যা কমেনি। বরং করোনা পরিস্থিতির তুলনায় হাটে পর্যাপ্ত পশু আমদানি হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়