শিরোনাম
◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর ◈ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না: ইসি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৮:১৭ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর পশুর হাটে ক্রেতা কম, দাম বেশি

সুজিৎ নন্দী: [২] রাজধানীর কোরবানীর পশুর হাটগুলোতে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে বেচা-কেনা শুরু হয়েছে। প্রথম দিন হাটগুলোতে ক্রেতা উপস্থিতি কম দেখা গেছে। যারা হাটে এসেছেন তাদের বেশিরভাগ ঘুরে দেখছেন। দাম করছেন। মহাজনরা বিরক্ত বোধ করছেন। শনিবার উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায়, ভাটারা (সাইদনগর), স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা ঘুওে এরকম চিত্র দেখা গেছে ।

[৩] ক্রেতারা বলছেন, অনলাইনে গরুর দাম বেশি, এই দামে তাদের পোষাবে না। বিশেষ করে অনেকে কেজি হিসেবে বিক্রি করছে। প্রতি কেজি ৪৫০ থেকে ৪৭৫টাকা দরে দাম চাওয়া হচ্ছে। এতে কোরবানীর পরে প্রতি কেজি মাংসের দাম দাঁড়াবে প্রায় ৭শ’ টাকা। ক্ষেত্র বিশেষে তারও বেশি।

[৪] প্রথম দিনই গরু কিনেছেন অনেকে। তাদের ভাষ্য, চড়া দামের বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের কোরবানির পশুর হাট। ক্রেতা না থাকলেও বিক্রেতারা দাম ছাড়ছেন না। তারাও বাজার বোঝার জন্য বেশি দাম হাকছেন।

[৫] হাটে বেশকিছু ব্যাপারীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর রাজধানীর পশুর বাজার চড়া দাম নিয়ে শুরু হয়েছে। কারণ প্রায় সব হাটে পশু আমদানির সংখ্যা গত বছরগুলোর চেয়ে অনেক কম। যদিও হাটের ইজারাদাররা বলছেন, পশুর সংখ্যা কমেনি। বরং করোনা পরিস্থিতির তুলনায় হাটে পর্যাপ্ত পশু আমদানি হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়