শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ফেরা অনিশ্চিত, তবুও ঈদে গ্রামে ছুটছে মানুষ

মহসীন কবির: [২] গত কয়েকদির ধরেই ঢাকা ছাড়ছে মানুষ। স্বাস্থ্যবিধির বালাই নাই, বিভিন্ন পরিবহনে ঢাকা ছাড়ছে। পথে পথে ভোগান্তি। দীর্ঘ যানজট। ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আবার কঠোর লকডাউন শুরু হবে। মাঝখানে একদিন ২২ জুলাই। তাহলে ঢাকায় কেমনে ফিরবে মানুষ?। এটা জেনেও ঢাকা ছাড়ছে মানুষ।

[৩]  রাজধানীর বাসস্ট্যান্ড গুলোতে দিনে-রাতে মানুষের উপচে পড়া ভিড়। অনেকে আবার বলছেন, ঈদ-পরবর্তী বিধিনিষেধ শেষ না হওয়া পর্যন্ত তারা ঢাকায় আসবেন না। ঈদের পরে যখন অফিস খুলবে খবর পেলেই তখন ঢাকায় আসবেন। সেক্ষেত্রে ঢাকায় এসে চাকরি ফিরে পাওয়ার একটা অনিশ্চয়তাও রয়ে গেছে। এমন অনেকেই ঢাকা ছাড়ছেন পরিবার-পরিজনদের সাথে ঈদ করতে কিন্তু তাদের সে ঘরে ফেরাটা একেবারেই অন্যরকম।

[৪] কারণ তারা অনেকেই ছিলেন ঢাকায় চাকরি প্রত্যাশী এবং শিক্ষার্থী। নির্মাণ কাজের সাথে যেসব শ্রমিক জড়িত ছিলেন তারাও বাড়ি ফিরছেন। এছাড়া পোশাক শ্রমিকরাও বাড়ি ফিরবেন। যদিও পোশাক কারখানার মালিকরা ছুটি কমানোর কথা বলছেন।

[৫]  ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়