শিরোনাম
◈ ওভারটেক করার সময় শ্যামলী ও এনার সংঘর্ষ, নিহত ২ ◈ এলডিসি উত্তরণ পর্যালোচনা: জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ◈ বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইইউ ◈ সৌদি আরবে মাটির নিচে ২৪৪ টন সোনার খনির সন্ধান! ◈ ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে ◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ১২:৪৭ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ১২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীকে হত্যার পর লাশ পুঁতে তার ওপর আড়াই মাস রান্না করেন স্ত্রী

নিউজ ডেস্ক : খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে হত্যা। তারপর রান্নাঘরে মরদেহ পুঁতে রেখে সেখানেই নিয়মিত দুইমাস ১৪ দিন রান্না চালিয়ে গেছেন স্ত্রী। রোমহর্ষক এমনই ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের সদরের উপজেলার পূর্বশীলমন্দি এলাকায়।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী আকলিমা আক্তারকে গ্রেফতারের পর নিহত স্বামী আরাফাত মোল্লার (৫০) মাটিচাপা দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৬টার দিকে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। এর আগে বেলা ১১টায় আকলিমাকে আটক করা হয়।

নিহত আরাফাত পূর্বশীলমন্দি এলাকার মৃত দুখাই মোল্লার ছেলে ও চার সন্তানের জনক।

পুলিশ সূত্র জানায়, চলতি বছরের গত ২মে আরাফাত নিখোঁজ রয়েছেন জানিয়ে ১৫ মে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আকলিমা। পরবর্তীতে ৩০ মে একটি মামলা করেন। মামলার পর তদন্ত চালায় পুলিশ। তদন্তের একপর্যায় শুক্রবার সকালে আকলিমার সঙ্গে এক প্রতিবেশীর কথোপকথনের ভিডিও পুলিশের হাতে আসে।

পুলিশের হাতে আসা ভিডিওতে দেখা যায়, আকলিমাই আরাফাতকে হত্যা করে ঘরের পাশের রান্নাঘরে পুঁতে রাখার বিষয়টি বলছেন প্রতিবেশীর কাছে। পরে বেলা ১১টার দিকে আকলিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরকীয়াকে কেন্দ্র করে তিনি ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।

পরে আকলিমাকে ঘটনাস্থলে নেয়া হলে মরদেহ পুঁতে রাখার স্থান দেখিয়ে দেন তিনি। বিকেল ৬টার দিকে ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে দেহাবশেষ উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী আকলিমা ও জড়িত সন্দেহে রিয়াজ নামের আরেকজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাটিতে পুঁতে রাখা নিহতের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়