শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০১:৩৬ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটে বাংলাদেশের অনুসমর্থনে অনুষ্ঠান

কূটনৈতিক প্রতিবেদক:[২] দক্ষিণ কোরিয়ার সিউলে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটে (আইভিআই) বাংলাদেশের আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে বৃহস্পতিবার একটি অনুসমর্থন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[৩] আইভিআইয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জর্জ বিকারস্টাফ স্বাগত বক্তব্যে নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন আবিষ্কার, উন্নয়ন ও সরবরাহের ক্ষেত্রে দুই দশক ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন।

[৪] তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইভিআইতে বাংলাদেশের সদস্যপদ লাভ জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহায়ক হবে এবং সহযোগিতার সম্পর্ককে আরও বিস্তৃত করবে।

[৫] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কলেরা, শিগেলা, অ্যান্টি-মাইক্রোবায়াল জাতীয় রোগ প্রতিরোধের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হবে।

[৬] পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে ভ্যাকসিন গবেষণা ও উন্নয়ন, ভ্যাকসিন প্রযুক্তি হস্তান্তর, বাংলাদেশের গবেষক ও চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য আইভিআইকে জানান। তিনি বলেন, আগামীতে বাংলাদেশ ও আইভিআই-এর মধ্যেকার সহযোগিতার সম্পর্ককে আরও বিস্তৃত ও সুদৃঢ় করবে।

[৭] দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, আইভিআইয়ে বাংলাদেশের সদস্যপ্রাপ্তি জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক ব্যাধি হতে মুক্তি লাভে সহায়ক ভূমিকা রাখবে। সদস্য দেশ হিসেবে বাংলাদেশ রোগমুক্ত বিশ্ব নিশ্চিতকরণে সংস্থাটির কর্মসূচিকে পূর্ণ সমর্থন প্রদানে প্রতিশ্রæতিবদ্ধ।

[৮] আইভিআইয়ে সদস্যপদ বাংলাদেশে উন্নততর গবেষণা, ক্লিনিকাল বিকাশ এবং সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন তৈরির পথ সুগম করবে।

[৯] এতে বাংলাদেশ সরকারের প্রতিনিধি, কোরিয়ায় বিভিন্ন দেশের ক‚টনীতিকবৃন্দ এবং আইভিআইয়ের সদস্য দেশগুলোর প্রতিনিধিবৃন্দ সরাসরি এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়