মাহামুদুল পরশ: [২] ব্যবসা এবং স্বাভাবিক অর্থনৈতিক লেনদেন কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য ১৯ জুলাই পর্যন্ত পূর্ণদিবস লেনদেন চলবে ব্যাংকগুলোতে। ১৯ জুলাই পর্যন্ত স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং লেনদেন পরবর্তি কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
[৩] শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য শিল্পাঞ্চলে পোষাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোতে ২০ জুলাই পর্যন্ত লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। লেনদেন পরবর্তী ব্যাংকিং কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত।
[৪] ঈদ ছুটির পর ২৫ জুলাই থেকে ৫ অগষ্ট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। অন্যদিকে ঈদের আগে ব্যাংকিং লেনদেনের সময় বৃদ্ধি পাওয়ায় ১৯ জুলাই পর্যন্ত শেয়ার বাজারে লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত। ঈদ পারবর্তী সময়ে শেয়ারবাজারের এই লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।