শাহীন খন্দকার: [২] (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘন্টায় রাজধানীতে নতুন রোগি ভর্তি আছেন ৭৯ জন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন দুইজন। এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগি ভর্তি আছেন ৩০৩ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট রোগি ভর্তি আছেন ২৯৯ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৪ জন।
[৩] চলতি বছর জানুযায়ী থেকে ১৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯৯৫ জন। এছাড়া হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছে ৬৯০ জন বলে জানিয়েছেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের স্বাস্থ্য তথ্য ইউনিট (এম আই এস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া। সম্পাদনা: মেহেদী হাসান