শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনাইমুড়ীতে আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘরগুলোতে দুষ্কৃতিকারীদের হামলা

মাহবুবুর রহমান: [২] নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বরাদ্দকৃত ঘরগুলোতে দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ৫০টি ঘরের মধ্যে ৫টি ঘরের দরজা-জানালাসহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় ।

[৩] বুধবার ঘর ভাঙচুর ও মামলার বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

[৪] তিনি বলেন, বজরা ইউনিয়ন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এ কে এম আজাদ (৫৩) বাদী হয়ে আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বরাদ্দকৃত বাড়ি-ঘরে হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এই আশ্রয়ণ কেন্দ্রের ভূমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর আগেও ভূমি বিরোধ নিয়ে মামলা হয়েছে৷ আমরা এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

[৫] খোঁজ নিয়ে জানা যায়, বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ হামলার ঘটনা ঘটে। এতে ৫টি ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলা হয়, ৬টি টয়লেটের স্লেপ ও ঘর গুলোর ৮টি পিলারে হাতুড়ি দিয়ে আঘাত করে ক্ষতিসাধন করা হয়। অজ্ঞাতনামা বিবাদীরা ৬টি টয়লেটের স্লেপ চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার ক্ষতিসাধন হয়।

[৬] সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ হামলা সত্যিই নিন্দনীয়। যারা এ কাজ করেছেন তারা সরকারের সুনাম নষ্ট করতে করেছেন। এবিষয়ে থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। হামলায় ক্ষতিসমূহ সারিয়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

[৭] এবিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, হামলা ও ভাংচুরের ক্ষবর পেয়ে আমি গতকাল ১৩ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু দুষ্কৃতকারীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পেয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়