শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনাইমুড়ীতে আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘরগুলোতে দুষ্কৃতিকারীদের হামলা

মাহবুবুর রহমান: [২] নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বরাদ্দকৃত ঘরগুলোতে দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ৫০টি ঘরের মধ্যে ৫টি ঘরের দরজা-জানালাসহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় ।

[৩] বুধবার ঘর ভাঙচুর ও মামলার বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

[৪] তিনি বলেন, বজরা ইউনিয়ন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এ কে এম আজাদ (৫৩) বাদী হয়ে আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বরাদ্দকৃত বাড়ি-ঘরে হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এই আশ্রয়ণ কেন্দ্রের ভূমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর আগেও ভূমি বিরোধ নিয়ে মামলা হয়েছে৷ আমরা এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

[৫] খোঁজ নিয়ে জানা যায়, বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ হামলার ঘটনা ঘটে। এতে ৫টি ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলা হয়, ৬টি টয়লেটের স্লেপ ও ঘর গুলোর ৮টি পিলারে হাতুড়ি দিয়ে আঘাত করে ক্ষতিসাধন করা হয়। অজ্ঞাতনামা বিবাদীরা ৬টি টয়লেটের স্লেপ চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার ক্ষতিসাধন হয়।

[৬] সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ হামলা সত্যিই নিন্দনীয়। যারা এ কাজ করেছেন তারা সরকারের সুনাম নষ্ট করতে করেছেন। এবিষয়ে থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। হামলায় ক্ষতিসমূহ সারিয়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

[৭] এবিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, হামলা ও ভাংচুরের ক্ষবর পেয়ে আমি গতকাল ১৩ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু দুষ্কৃতকারীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পেয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়