শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনাইমুড়ীতে আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘরগুলোতে দুষ্কৃতিকারীদের হামলা

মাহবুবুর রহমান: [২] নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বরাদ্দকৃত ঘরগুলোতে দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ৫০টি ঘরের মধ্যে ৫টি ঘরের দরজা-জানালাসহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় ।

[৩] বুধবার ঘর ভাঙচুর ও মামলার বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

[৪] তিনি বলেন, বজরা ইউনিয়ন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এ কে এম আজাদ (৫৩) বাদী হয়ে আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বরাদ্দকৃত বাড়ি-ঘরে হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এই আশ্রয়ণ কেন্দ্রের ভূমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর আগেও ভূমি বিরোধ নিয়ে মামলা হয়েছে৷ আমরা এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

[৫] খোঁজ নিয়ে জানা যায়, বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ হামলার ঘটনা ঘটে। এতে ৫টি ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলা হয়, ৬টি টয়লেটের স্লেপ ও ঘর গুলোর ৮টি পিলারে হাতুড়ি দিয়ে আঘাত করে ক্ষতিসাধন করা হয়। অজ্ঞাতনামা বিবাদীরা ৬টি টয়লেটের স্লেপ চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার ক্ষতিসাধন হয়।

[৬] সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ হামলা সত্যিই নিন্দনীয়। যারা এ কাজ করেছেন তারা সরকারের সুনাম নষ্ট করতে করেছেন। এবিষয়ে থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। হামলায় ক্ষতিসমূহ সারিয়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

[৭] এবিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, হামলা ও ভাংচুরের ক্ষবর পেয়ে আমি গতকাল ১৩ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু দুষ্কৃতকারীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পেয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়