নুরে আলম: [২] আজ বুধবার তালেবান দাবি করে যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এখন তাদের দখলে। আজ সেখানে তারা তাদের পতাকা উড়িয়েছে। বিবিসি
[৩] সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সীমান্তে তালেবানদের সাদা পতাকা উড়ছে।ভিডিওতে আরো দেখা যায় তালেবানরা পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর সাথে খোশ গল্পে মত্ত।তালেবানরা বিবিসিকে বলেছে, তারা বিনা বাঁধায় এই সীমান্ত জয় করেছে। কিন্তু আফগানিস্তান এই ঘোষণা অস্বীকার করেছে।
[৪] সাম্প্রতিক সময়ে তালেবান সেনারা ইরান,তাজিকিস্তান ও তুর্কিমিনিস্তানের সীমানা সহ আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করে অনেক দ্রুত দেশের অভ্যন্তরে আগাচ্ছে।
[৫] আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা সরিয়ে নেওয়া শুরুর পর থেকেই তালেবান সৈন্যরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা একের পর এক এলাকা তাদের দখলে নিচ্ছে।