শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ১১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার ছিলো মারাত্মক ভুল: জর্জ ডব্লিউ বুশ

সুমাইয়া ঐশী: [২] জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে বুধবার সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন। তিনি মনে করেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনার পাশাপাশি ন্যাটো জোটের অন্যান্য দেশের সেনাবাহিনী প্রত্যাহার বিরাট বড় ভুল ছিলো। কারণ এর ফলে এই সন্ত্রাসী বাহিনীর কবলে আফগান নারীরাসহ সকলেই এখন অনিরাপদ।

[৩] এনিয়ে জর্জ বুশ বলেন, এর ফল হতে চলেছে ভয়াবহ। বিশেষ করে আফগান নারীরা অকথ্য দুর্ভোগের মধ্যে পড়বে। এই ভুলের কারণে এতোগুলো মানুষের ভবিষ্যৎ এখন চলে গেছে অমানবিক একদল মানুষের হাতে, যা সত্যিই হৃদয় বিদারক। বুশের বিশ্বাস, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলও তার সঙ্গে একমত হবেন। সিবিএস নিউজ

[৪] ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে প্রথম মার্কিন সেনা পাঠান জর্জ বুশ। এরপর দীর্ঘ দুই দশক ধরে সেখানে তালেবানদের প্রতিহত করে আসছিলো মার্কিন সেনারা। সেই সঙ্গে ছিলো ন্যাটো জোটভুক্ত অন্যান্য দেশের সেনাবাহিনীও। বাইডেনের সেনা প্রত্যাহারের ঘোষণার পর আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা হচ্ছে। ফক্স নিউজ

[৫] এর প্রভাব পড়তে শুরু করেছে ইতোমধ্যেই। আফগানিস্তানের সরকারি বাহিনীকে হটিয়ে একে একে বহু অঞ্চল দখলে নিয়ে নিয়েছে তালেবান। শোনা যাচ্ছে, কান্দাহারের নিকটবর্তী আফগান-পাকিস্তান সীমান্তও এখন তালেবানের দখলে। এ পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত একটি বিশাল ভুল ছিলো বলে মনে করছেন বুশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়