শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:৪১ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার সদর হাসপাতালে যুক্ত হচ্ছে বড় অক্সিজেন প্ল্যান্ট

স্বপন দেব : [২] মৌলভীবাজারে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে যুক্ত হচ্ছে ১১ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট। অক্সিজেন প্ল্যান্ট ভবনের ঢালাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঈদের পরপরই সার্বিক কাজ ও সার্ভিস শুরু হওয়ার কথা রয়েছে।

[৩] জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে ইউনিসেফ। দ্রুত সময়ের মধ্যে চলে আসবে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক। এটির ধারণক্ষমতা বর্তমানে ১১ হাজার লিটার।

[৪] ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক জানান, প্রথমে কথা ছিল ৬ হাজার লিটার প্রতিস্থাপনের। কিন্তু এখন তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

[৫] এই অক্সিজেন প্ল্যান্ট হাসপাতালের জন্য একটা বড় যোগান। প্রতি লিটার তরল অক্সিজেন থেকে ৮৬০ লিটার গ্যাসীয় অক্সিজেন উৎপন্ন হয়। এটি সম্পন্ন হলে হাসপাতালের ২৫০ শয্যার প্রতি শয্যায় অক্সিজেন লাইন থাকবে। প্রয়োজনে রোগীর চাপ বিবেচনায় অতিরিক্ত রোগী রাখা যাবে। এতে ভর্তিকৃত রোগীরা আগের চেয়ে ভালো সেবা পাবেন।

[৬] তিনি বলেন, অক্সিজেন প্ল্যান্টের ঢালাইকাজ সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে বাকি কাজ শেষ হবে। এরপর এখানে বসবে বিভিন্ন যন্ত্রাংশ, বসবে অক্সিজেন ট্যাঙ্ক।

[৭] মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান নির্মাণাধীন অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন করে বলেন, কাজ প্রায় শেষ পর্যায়ে। ইউনিসেফ জানিয়েছে ঈদের পরপর লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন শেষে সার্ভিস দেয়া যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়