শিরোনাম
◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী 

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফোন করলেই অক্সিজেন পৌঁছে দিচ্ছে এসআরটি শ্রীপুর

মোতাহার খান: [২] চলমান মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। হাসপাতাল গুলোতে নেই পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা। তাছাড়া সারা দেশের ন্যায় গাজীপুরের শ্রীপুরে সংক্রমণ প্রতিদিনই বেড়ে চলছে।

[৩] বর্তমানে করোনা সংক্রমণ অতিমারী আকার ধারণ করেছে তাই হাসপাতাল গুলোতে অক্সিজেনের পর্যাপ্ততা কমে গেছে। শ্রীপুর এসআরটির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা কালে দুস্থ, অসহায় রোগীদের নিজেদের খরচে ফ্রি অক্সিজেন পৌঁছে দিচ্ছে রোগীদের বাড়ি বাড়ি। দিন কিংবা রাত, রোদ কিংবা বৃষ্টি, চলাচলের রাস্তা খুবই খারাপ তারপরও থেমে নেই তাদের সেবা। ফোন পাওয়ার সাথে সাথেই এসআরটির সদস্যরা ছুটে চলেন অসুস্থ রোগীর বাসায়।

[৪] শ্রীপুর এসআরটির সদস্যরা নিজেদের তহবিল আর কিছু মানুষের সহযোগিতায় মাত্র তিনটি সিলিন্ডার দিয়ে চালিয়ে যাচ্ছেন দুস্থ করোনা রোগীদের সেবা। করোনায় সংক্রমিত হয়ে যাদের শ্বাসকষ্ট হয় তাদের জন্য এ সেবাটি দেয়া হয়। এতে যাতায়াত ভাড়া, সিলিন্ডার রিফিল থেকে শুরু করে সব কিছুই ফ্রিতে দেয়া হয়।

[৫] ভুক্তভোগী এক রোগীর ছেলে নাজমুল জানান, আমার মায়ের করোনা পজিটিভ হওয়ায় শ্বাস কষ্ট হওয়া শুরু হয়।এদিকে হাসপাতালেও অক্সিজেন সিলিন্ডার না পেয়ে তৎক্ষনাৎ আমরা এসআরটি সদস্যদের ফোন দিলে তারা অতি দ্রুততার সাথে আমার বাড়িতে অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দিয়ে আমার মায়ের জীবন বাঁচায়।

[৬] আরেক ভুক্তভোগীর ছেলে সোহান জানান, মহামারি করোনার সময়ে এসআরটির অক্সিজেন সিলিন্ডার পেয়ে খুব আমার বাবার জন্য উপকার হয়েছে।

[৭] এছাড়া করোনাকালে শ্রীপুর এসআরটির উদ্যোগে বিনামূল্যে মাস্ক সরবরাহ করা, প্লাটফর্মে হাত ধোয়া কর্মসূচি পালন করা। যাতে প্রায় ১ লক্ষ মানুষ হাত ধুয়েছে। দুস্থদের ত্রান দেয়া, প্লাটফর্ম, বাজার, হাসপাতাল সহ শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জিবানুনাশক স্প্রে করা সহ করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বসাধারণকে সার্বক্ষণিক সচেতন করে যাচ্ছে "শ্রীপুরের স্পেশাল রেসপন্স টিম" যা এসআরটি নামে পরিচিত ।

[৮] ২০১৯ সালের ১৬ই ডিসেম্বর ২৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে শ্রীপুর এসআরটি।

[৯] এসআরটি সদস্য জুবায়ের আহমেদ জানান, করোনার এই সময়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। এসআরটির সদস্যরা যখনই ফোন আসছে আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার থাকা সাপেক্ষে তা নিয়ে ছুটে যাচ্ছে রোগীর বাড়িতে।

[১০] এসআরটির এরিয়া কমান্ডেন্ট এবং গাজীপুর ঢাকা ট্রেন প্যাসেঞ্জারস ফোরামের এডমিন তুহিন আহমেদ জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ দিন দিন বাড়ছে যার প্রভাব আমাদের শ্রীপুরেও পরেছে। ইতোমধ্যে হাসপাতালগুলোতে অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে। তাই আমাদের এসআরটির নিজস্ব তহবিল এবং কিছু মানুষের সহযোগিতায় আমরা কিছু সিলিন্ডার নিয়ে বিনামূল্যে অসহায় এবং দুস্থ রোগীদের সরবরাহ করছি। প্রতিদিনই আমাদের কাছে বেশ কিছু কল আসে অক্সিজেন সিলিন্ডারের জন্য কিন্তু আমাদের কাছে যে কয়টা সিলিন্ডার আছে তা দিয়ে আমরা সেবা দিতে হিমশিম খাচ্ছি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে আমাদের সেবার পরিধি বাড়ানো যাবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়