শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুটি কপ্টার ধংস করল তালেবান, কালা নু শহর আফগান সেনার দখলে (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] কুন্দুজ বিমানবন্দরে আফগান সেনাদের দুটি ব্লাকহক হেলিকপ্টার ধংস করার পর ভিডিও প্রকাশ করেছে তালেবানরা। মার্কিনীরা সিকোরস্কি ইউএইট-৬০ ব্লাকহক হেলিকপ্টার আফগান সেনাবাহিনীকে দিয়েছিল। এক্সপ্রেস ট্রিবিউন

[৩] তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগান সরকার তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা আফগানিস্তানের সাধারণ মানুষের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি।

[৪] জবিউল্লাহ বলেন আইএস জঙ্গিরা আমাদের শত্রু এবং সকল মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী। তালেবানের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।

[৫] আফগান সরকারের সঙ্গে সংলাপে অংশগ্রহণের জন্য তালেবান কাতারের রাজধানী দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছে বলে জানান জবিউল্লাহ। তিনি বলেন আমরা বলপূর্বক কাবুল দখল করব না বরং সংলাপকে প্রাধান্য দেব। পাকিস্তান আমাদের দ্বিতীয় আবাস এবং লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দেয়ার জন্য আমরা এই দেশটির কাছে আমরা কৃতজ্ঞ। পাকিস্তানের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[৬] এদিকে আফগানিস্তানের বাগদিস প্রদেশের কেন্দ্রীয় শহর ‘কালা নু’ থেকে তালেবান অস্ত্রধারীদের হটিয়ে দেওয়ার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান। তিনি বলেন, এসময় শত শত তালেবান হতাহত হয়েছে। আইআরআইবি

[৭] ইরান বলেছে, অস্ত্রের জোরে নয় বরং একমাত্র রাজনৈতিক আলোচনার মাধ্যমে আফগানিস্তানের তালেবান আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে পারে।

[৮] রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে আফগানিস্তানের মাজার শরিফ থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে রাশিয়া। তাদের অস্থায়ীভাবে উজবেকিস্তানে পাঠানো হয়েছে।

https://twitter.com/i/status/1414596040767025161

  • সর্বশেষ
  • জনপ্রিয়