হ্যাপি আক্তার: [২] করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত বিশ্ব। ২০১৯ সালের শেষে চীনে সংক্রমণ শনাক্ত হওয়ার পর কখনো সংক্রমণ বেড়েছে আবার কখনো কিছুটা কমেছে।
[৩] এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহীতে ২৫, ময়মনসিংহে ১৯, বরিশালে ১৯, খুলনায় বিশেষায়িত্ব হাসপাতালে ১২, কুষ্টিয়ায় ১২, চট্টগ্রামে ১০, দিনাজপুরে ৫, ঠাকুরগাঁয়ে ৩, চাঁপাইনবাবগঞ্জে ৪ ঝিনাইদহে ১০, দিনাজপুরে ৫, পুটুয়াখালীতে ২, নারায়ণগঞ্জে ১, ফরিদপুরে ১০, টাঙ্গািইলে ৯, নাটোরে ৩, গাজীপুরে ৩, নেত্রকোনায় ৩, রংপুরে ৪, সিলেটে ৭ ও বগুড়ায় ১৪ জন মারা গেছেন। যমুনা টিভি, ডিবিসি নিউজ
** রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। মানব কণ্ঠ
** খুলনা: খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চারজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনর মারা গেছেন।
খুলনা করোনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন। যার মধ্যে রেডজোনে ১৩৫, ইয়েলোজোনে ২৬, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
** কুষ্টিয়া: কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।
বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
** চট্টগ্রাম: চট্টগ্রামে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনের হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ। এর আগে ১৩ জুলাই সর্বোচ্চ ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
** ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন।
বুধবার (১৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। আর টিভি
** চাঁপাইনবাবগঞ্জ: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮ জন। আরটিপিসিআর ল্যাবে ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় গড় শনাক্তের হার ১২.১২ শতাংশ।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। বাংলাদেশ প্রতিদিন
** বরিশাল: বরিশাল বিভাগের ছয় হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৩৩ জনের। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৬ জনে। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬২ দশমিক ৭৬ শতাংশ।
বুধবার (১৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। কালের কণ্ঠ
** ঝিনাইদহ: গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭ জন। বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। আরটিভি
** ঠাকুরগাঁও: বুধবার (১৪ জুলাই) সিভিল সার্জনের প্রদত্ত তথ্য সূত্র মতো ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় চিকিৎসাধীন আরো তিনজন মারা গেছেন এবং নতুন করে ৮৪জন রোগী শনাক্ত হয়েছে। জনকণ্ঠ
** দিনাজপুর: ২৪ ঘণ্টায় জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। ৪৬৮ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৩১ জন। আক্রান্তের হার ২৭ দশমিক ৯৯ শতাংশ।
জেলার সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। ইনকিলাব
** পটুয়াখালী: পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কলাপাড়া হাসপাতালের করোনা ইউনিটে মির্জাগঞ্জের সন্তোষ চন্দ্রের (৭৫) ও সুবিদখালিতে হারুনর রশিদের (৭৫) মৃত্যু হয়।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শীপন এতথ্য নিশ্চিত করেছেন।
** নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আবারও একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৩৯ জন এবং মারা গেছেন একজন। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ৩৫.৮৮ শতাংশ।
বুধবার (১৪ জুলাই) সকালে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। বাংলানিউজ২৪
**ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত ৬ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। পিসিআর ল্যাবে ২৬২ নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
** টাঙ্গাইল: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ৫৯২টি নমুনা পরীক্ষায় ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৩ শতাংশ।
** নাটোর: নাটোর সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু।