শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

জুয়েল বড়ুয়া: [২] চট্টগ্রামে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনের হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ। এর আগে ১৩ জুলাই সর্বোচ্চ ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

[৩] বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

[৪] প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে ১টি ল্যাবে ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৫২ জন এবং বিভিন্ন উপজেলার ৩৫১ জন রয়েছেন।

[৫] উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়া ৮, সাতকানিয়ার ১৬, বাঁশখালীর ১২, আনোয়ারার ৩৪, চন্দনাইশে ১৯, পটিয়া ১৭, বোয়ালখালীতে ৩২, রাঙ্গুনিয়ায় ১০, রাউজানের ২২, ফটিকছড়িতে ২৭, হাটহাজারীতে ৭৫, সীতাকুণ্ডে ৪৫, মিরসরাইয়ে ২৮ ও সন্দ্বীপে ৬ জন রয়েছেন।

[৬] চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৬৭ হাজার ৭৮৭ জন। তাদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫১ হাজার ৯৪৯ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৫ হাজার ৮৩৮ জন রয়েছেন।

[৭] গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৪ জন নগরীর বাসিন্দা ও বাকি ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

[৮] এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৮০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০৮ জন চট্টগ্রাম নগরীর। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৯২ জন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়