শিরোনাম
◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি ◈ সরকারি সুবিধা একীভূত করতেই ফ্যামিলি ও ফার্মার কার্ড: তারেক রহমান (ভিডিও) ◈ উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল ◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পাওয়া পোস্টাল ব্যালট গণনায় আসবে না ◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ১১:২৯ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিজ্ঞতার বিচারে নিজেদের এগিয়ে রাখছেন মোসাদ্দেক

মাহিন সরকার : [২] জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২২০ রানের বড় জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। ইতোমধ্যে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে টাইগাররা।

[৩] মূল ম্যাচের আগে আগামী ১৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এই সিরিজে নিজেদেরকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

[৪] তিনি মনে করেন অভিজ্ঞতার বিচারেই বাংলাদেশ এগিয়ে আছে। এই সিরিজের দলে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার।

[৫] এদের প্রত্যেকেই ১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। অনেক দলেই এতো অভিজ্ঞ ক্রিকেটার নেই বলে মনে করেন মোসাদ্দেক। এদিক থেকেই বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে।

[৬] মোসাদ্দেক বলেন, আমাদের দলে যে চারজন অভিজ্ঞ পারফর্মার আছেন আর সাথে তরুণরা আছে, আমাদের ওয়ানডে দল অন্যান্য দলের চেয়ে এদিক থেকে এগিয়ে আছি। অন্যান্য অনেক দলেই হয়ত এটা নেই।

[৭] সাকিব ছাড়াও বাংলাদেশ দলে এখন অলরাউন্ডারের ছড়াছড়ি। মোসাদ্দেকের সঙ্গে আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন রয়েছে। এটাই দলকে ভারসাম্যপূর্ণ করে তুলেছে বলে মনে করেন মোসাদ্দেক।

[৮] তিনি আরও বলেন, এদিক থেকে আমি মনে করি আমাদের অবস্থান খুব ভালো। আমাদের অপশন অনেক বেশি। বেশিরভাগ খেলোয়াড় বোলিং ব্যাটিং দুইটাই করতে পারে। দলের জন্য যা খুবই ভালো দিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়