শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ১১:২৯ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিজ্ঞতার বিচারে নিজেদের এগিয়ে রাখছেন মোসাদ্দেক

মাহিন সরকার : [২] জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২২০ রানের বড় জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। ইতোমধ্যে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে টাইগাররা।

[৩] মূল ম্যাচের আগে আগামী ১৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এই সিরিজে নিজেদেরকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

[৪] তিনি মনে করেন অভিজ্ঞতার বিচারেই বাংলাদেশ এগিয়ে আছে। এই সিরিজের দলে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার।

[৫] এদের প্রত্যেকেই ১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। অনেক দলেই এতো অভিজ্ঞ ক্রিকেটার নেই বলে মনে করেন মোসাদ্দেক। এদিক থেকেই বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে।

[৬] মোসাদ্দেক বলেন, আমাদের দলে যে চারজন অভিজ্ঞ পারফর্মার আছেন আর সাথে তরুণরা আছে, আমাদের ওয়ানডে দল অন্যান্য দলের চেয়ে এদিক থেকে এগিয়ে আছি। অন্যান্য অনেক দলেই হয়ত এটা নেই।

[৭] সাকিব ছাড়াও বাংলাদেশ দলে এখন অলরাউন্ডারের ছড়াছড়ি। মোসাদ্দেকের সঙ্গে আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন রয়েছে। এটাই দলকে ভারসাম্যপূর্ণ করে তুলেছে বলে মনে করেন মোসাদ্দেক।

[৮] তিনি আরও বলেন, এদিক থেকে আমি মনে করি আমাদের অবস্থান খুব ভালো। আমাদের অপশন অনেক বেশি। বেশিরভাগ খেলোয়াড় বোলিং ব্যাটিং দুইটাই করতে পারে। দলের জন্য যা খুবই ভালো দিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়