শিরোনাম
◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক? ◈ ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাইতির প্রেসিডেন্টকে হত্যাকারী দলের কয়েকজন ছিলেন মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার তথ্যদাতা

লিহান লিমা: [২] হাইতির প্রেসিডেন্ট জোভোনেল মইসিকে হত্যাকারী দলের সঙ্গে জড়িত বেশ কয়েকজন ব্যক্তি মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার তথ্যদাতা হিসেবে কাজ করেছিলেন বলে জানা গেছে। ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) সোমবার এই তথ্য জানায়। তবে কোন দুজন ডিইএ’র তথ্যদাতা ছিলেন তা বলেনি কর্তৃপক্ষ। সিএনএন

[৩] গত সপ্তাহে হাইতির কর্তৃপক্ষ দুইজন হাইতিয়ান-আমেরিকান জোসেফ ভিনসেন্ট ও জেমস সোলাগস্সহ ২৬জন কলম্বিয়ানকে গ্রেপ্তার করে। তৃতীয় হাইতিয়ান-আমেরিকান ক্রিশ্চিায়ান ইমানুয়েল স্যানোনকে সোমবার হাইতির কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার করে।

[৪] ডিইএ কর্তৃপক্ষ জানায়, ঘাতকদলের সঙ্গে সম্পৃক্ত এক সন্দেহভাজন ডিইএ’এর সূত্র ছিলেন। হত্যাকাণ্ডের পর ডিইএ তাকে ধরে ফেলে ও আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। তবে হত্যাকাণ্ডের সময় ওই দু’জন ডিইএর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছিলেন না।

[৫] হাইতিয়ান-আমেরিকানরা কেন ঐ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তা তদন্ত করছে মার্কিন আইনপ্রয়োগকারী ও তদন্ত সংস্থা। সোমবার মার্কিন বিচার বিভাগ বলেছে, হাইতি হত্যাকাণ্ডের তদন্তে তাদের সহযোগিতার অনুরোধ করেছে। বিচার বিভাগের মুখপাত্র অ্যান্থনি কোলি বলেন, ‘মার্কিন কর্মকর্তারা হাইতির কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক সব বিষয় পর্যালোচনা করছেন। বিচার বিভাগ এটি তদন্ত করছে যে এই ঘটনায় মার্কিন অপরাধ আইনের কোনো লঙ্ঘন হয়েছে কি না।’ সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়