শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাইতির প্রেসিডেন্টকে হত্যাকারী দলের কয়েকজন ছিলেন মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার তথ্যদাতা

লিহান লিমা: [২] হাইতির প্রেসিডেন্ট জোভোনেল মইসিকে হত্যাকারী দলের সঙ্গে জড়িত বেশ কয়েকজন ব্যক্তি মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার তথ্যদাতা হিসেবে কাজ করেছিলেন বলে জানা গেছে। ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) সোমবার এই তথ্য জানায়। তবে কোন দুজন ডিইএ’র তথ্যদাতা ছিলেন তা বলেনি কর্তৃপক্ষ। সিএনএন

[৩] গত সপ্তাহে হাইতির কর্তৃপক্ষ দুইজন হাইতিয়ান-আমেরিকান জোসেফ ভিনসেন্ট ও জেমস সোলাগস্সহ ২৬জন কলম্বিয়ানকে গ্রেপ্তার করে। তৃতীয় হাইতিয়ান-আমেরিকান ক্রিশ্চিায়ান ইমানুয়েল স্যানোনকে সোমবার হাইতির কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার করে।

[৪] ডিইএ কর্তৃপক্ষ জানায়, ঘাতকদলের সঙ্গে সম্পৃক্ত এক সন্দেহভাজন ডিইএ’এর সূত্র ছিলেন। হত্যাকাণ্ডের পর ডিইএ তাকে ধরে ফেলে ও আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। তবে হত্যাকাণ্ডের সময় ওই দু’জন ডিইএর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছিলেন না।

[৫] হাইতিয়ান-আমেরিকানরা কেন ঐ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তা তদন্ত করছে মার্কিন আইনপ্রয়োগকারী ও তদন্ত সংস্থা। সোমবার মার্কিন বিচার বিভাগ বলেছে, হাইতি হত্যাকাণ্ডের তদন্তে তাদের সহযোগিতার অনুরোধ করেছে। বিচার বিভাগের মুখপাত্র অ্যান্থনি কোলি বলেন, ‘মার্কিন কর্মকর্তারা হাইতির কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক সব বিষয় পর্যালোচনা করছেন। বিচার বিভাগ এটি তদন্ত করছে যে এই ঘটনায় মার্কিন অপরাধ আইনের কোনো লঙ্ঘন হয়েছে কি না।’ সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়