শিরোনাম
◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী লিগে জয়ের হাসি নাসরিন স্পোর্টস ও এফসি ব্রাহ্মণবাড়িয়ার

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগ ফুটবলে আজ অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচ। যেখানে জয় পেয়েছে বসুন্ধরা কিংস, এফসি ব্রাহ্মণবাড়িয়া ও নাসরিন স্পোর্টস একাডেমি। দিনের প্রথম ম্যাচে কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি কামাল স্টেডিয়ামে আত্মঘাতি গোলে কুমিল্লা ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে এফসি ব্রাহ্মণবাড়িয়া। ম্যাচের ৪৫ মিনিটের মাথায় নিজেদের জালেই বল জড়ান শিপরা রানী।এই জয়ে ১১ ম্যাচে ৫ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারেই থাকলো এফসি ব্রাহ্মণবাড়িয়া। অন্যদিকে ১১ ম্যাচে ৪ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ৫ নাম্বারে কুমিল্লা ইউনাইটেড।

[৩] দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে চলে গেল বসুন্ধরা কিংস। প্রথম লেগে কষ্টার্জিত ১-০ গোলের জয়ের পর দ্বিতীয় লেগেও জয় তুলে নিল কিংসের মেয়েরা। দলের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন, এতে দুই সিজনে কিংসের হয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সাবিনা।

[৪] বাকি একটি গোল করেছেন তোহুরা খাতুন।দিনের তিন নাম্বার ম্যাচে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাবকে ৫-৩ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। উত্তজেনা ছড়ানো ম্যাচে নাসরিনের হয়ে হ্যাট্রিক করেছেন শিতা রানী চন্দ্র। বাকি দুই গোল করেছেন স্বপ্না আক্তার ও আইরিন। সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করেছেন তনিমা বিশ্বাস, নাসরিন আক্তার ও জয়নব বিবি।

[৫] প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকলেও ম্যাচ শেষের দিকের দুই গোল হজমে ম্যাচ থেকে ছিটকে যায় সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব।১১ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চার নাম্বারেই থাকল নাসরিন স্পোর্টস একাডেমি। অন্যদিকে ১১ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তলানীতে থাকল সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়