নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে চলে গেল বসুন্ধরা কিংস। প্রথম লেগে কষ্টার্জিত ১-০ গোলের জয়ের পর দ্বিতীয় লেগেও জয় তুলে নিল কিংসের মেয়েরা।
[৩] দলের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন, এতে দুই সিজনে কিংসের হয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সাবিনা। বাকি একটি গোল করেছেন তোহুরা খাতুন। এবারের নারী লিগে বসুন্ধরা কিংসের পর সবচেয়ে বেশি জয় পেয়েছে আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। এক মাত্র বসুন্ধরার কাছে হার ছাড়া সব ম্যাচেই জয় পেয়েছে নোয়াখালির এই দলটি। যে কারণেই দ্বিতীয় লেগের এই ম্যাচটি দু দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ ছিল। তবে এবারের বাধায়ও উতরে গেছে কিংসের মেয়েরা।
[৪] কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি কামাল স্টেডিয়ামে মধ্য দুপুরে ঠান্ডা মাথায় ম্যাচের ২২ মিনিটেই কিংসকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। দ্বিতীয় গোল পেতে মাত্র ৯ মিনিট অপেক্ষা করতে হয়েছে বসুন্ধরা কিংসকে। এবারো গোল করেন সেই সাবিনা।
[৫] এই গোলের মধ্য দিয়েই বসুন্ধরা কিংসের ক্যারিয়ারে ৫০ গোল পূরণ করেন সাবিনা, গত আসরে ৩৫ এবং এবারের আসরে এই গোল পর্যন্ত ১৫। ম্যাচের প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি দুই দলই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হতে দেখা যায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। তবে কিংসের ডিফেন্ডারদের পরাস্ত করে কাঙ্খিত গোলের দেখা পায়নি দলটি।
[৬] ম্যাচের একদম শেষ মুহুর্ত ৮৯ মিনিটে বসুন্ধরা কিংসকে ৩ গোলের লিড এনে দেন তোহুরা খাতুন।এই জয়ে ১১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল বসুন্ধরা কিংস। অন্যদিকে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুই নাম্বারেই থাকল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব।
[৭] নিজেদের পরবর্তী দুই ম্যাচ জিতলেই টানা দ্বিতীয় বার শিরোপা উদযাপন করবে বসুন্ধরা কিংস।