শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। তার জোড়া গোলেই গত মার্চে মিয়ানমারকে হারিয়ে প্রথমবারে মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এছাড়া গত বছর সাফ ফাইনালেও ঋতুপর্ণার গোলেই নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে এমন অসামান্য ভূমিকার জন্য ২১ বছর বয়সী ঋতুপর্ণা এ বছরের বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত হয়েছেন। নারী ক্রীড়াঙ্গনে এই তারকা নারী ফুটবলারের দৃঢ় অবস্থান, দীর্ঘদিনের পারফরম্যান্স এবং দেশীয় ফুটবলে নারীর অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই সম্মান দেওয়া হচ্ছে।

তবে শুধু ঋতুপর্ণা নন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় আরও তিন নারীকে এ বছরের রোকেয়া পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। তারা হলেন কল্পনা আক্তার (নারী অধিকার আন্দোলনের  ক্ষেত্রে অবদান), ড. নাবিলা ইদ্রিস (মানবাধিকার ক্ষেত্রে অবদান) ও ড. রুভানা রাকিব (নারী শিক্ষায় অবদান)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মদিন এবং ৯৩তম মৃত্যুবার্ষিকী। সমাজের নানা ক্ষেত্রে নারীদের স্বীকৃতি ও অবদানের জন্য প্রতি বছর তার নামে পদক প্রদান করে থাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বিগত সময়ে রোকেয়া দিবসে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়নি। গত বছর কিংবদন্তী দাবাড়ু রাণী হামিদকে পুরস্কৃত হয়েছিলেন। এবার ঋতুপর্ণা চাকমা এই পদক পাচ্ছেন। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আয়োজনের মধ্য দিয়ে এ পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক। বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৫ সালে এই পদক পেয়েছিল। নারী ফুটবলারদের আগে ক্রীড়াঙ্গনের জন্য কেউ পদক পায়নি। সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার আব্দুল হামিদ সাংবাদিকতার জন্য একুশের পদক পেয়েছিলেন। দল হিসেবে একুশে পদক পাওয়ার ক্ষেত্রে নারী দলই প্রথম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়