শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১১:০৫ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটির রাজস্থলী ও বরকলে বজ্রপাতে ৪ জন আহত

হারুন চৌধুরী: [২] রাঙামাটির রাজস্থলী ও বরকলে আকর্ষিক বজ্রপাতে ৪জন আহত। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছে ।

[৩] রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং শফিপুর নামক এলাকায় আকর্ষিক বজ্রপাতে দুইজন মহিলা আহত হয়েছে। আহত ব্যাক্তির নাম মোসা শারমীন আক্তার (২২) ও সাবিনা আক্তার (২১)। তারা দুইজনই শফিপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

[৪] স্থানীয়সূত্রে জানা যায়, নিজ গৃহের বারান্দায় কাজ করার সময় আকর্ষিক বজ্রপাতে তারা আহত হয়। পরে আহত অবস্থায় দুই মহিলাকে চিকিৎসার জন্য সারজা সুখবিলাস হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

[৫] এদিকে বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে তারা সুখবিলাস হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তারা বর্তমানে কিছুটা সুস্থ আছে।
বরকলে বজ্রপাতে দুইজন আহত হয়েছে।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভূষনছড়া ইউনিয়নের ভান্ডারিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

[৬] আহতরা হলেন, ভূষনছড়া ইউনিয়নের ভান্ডারিপাড়া গ্রামের মফিজ চৌধুরীর সেজো ছেলের বউ জুই আক্তার(২২) এবং তার ছোট ছেলে রফিক(২০)।

[৭] এসময় পরিবারের সবাই বাসায় অবস্থান করছিলো।তাদের মধ্যে মেয়েটি এখনো সুস্থ হলেও এখনো রফিকের জ্ঞান ফিরেনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের ছোট হরিণা জোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়