শিরোনাম
◈ ব্যক্তিগত বাড়ি–গাড়ি নেই, সম্পদ ১ কোটি ৯৭ লাখ, , জানা গেল তারেক রহমানের হলফনামায় ◈ খালেদা জিয়ার জানাজায় জনস্রোত: ভিড় সামলাতে খুলে দেয়া হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেট ◈ ছেলের বাসায় খালেদা জিয়া, কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান ◈ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ◈ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৫ ডিগ্রি ◈ বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি ◈ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৮:৫৪ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক সই

কূটনৈতিক প্রতিবেদক: [২] সোমবার (১২ জুলাই) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার লক্ষ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস।

[৩] ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়ে বলেছে, সমঝোতা স্মারক সই করেন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর মহাপরিচালক দিনেশকে পাটনায়েক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর পি সি জোশী।

[৪] সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে চেয়ার প্রতিষ্ঠা করা হবে।

[৫] এ সময় উপস্থিত ছিলেন আইসিসিআরের প্রেসিডেন্ট বিনয় সহস্র বুদ্ধি ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান। অনুষ্ঠানে বার্তা প্রদান করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

[৬] ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এ তথ্য জানিয়ে বলেছে, পাঁচ শিক্ষাবর্ষের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর থাকবে। বঙ্গবন্ধু চেয়ার পদটি পরিচালিত হবে বাংলাদেশ বিষয়ক বিদেশি অধ্যাপক বা বিশেষজ্ঞ দ্বারা, যিনি মূলত বাংলাদেশি বংশোদ্ভূত হবেন।

[৭] এর মাধ্যমে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃবিজ্ঞান, বৌদ্ধশিক্ষা, ভূগোল, ইতিহাস, আধুনিক ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞানর মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেয়া হবে।

[৮] চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় করা একটি সমঝোতার ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়