শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০১:০৮ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন ত্রাণ সহায়তা ‘অপ রাজনৈতিক উদ্দেশ্য’ ছাড়া আর কিছুই না, বললো উত্তর কোরিয়া

লিহান লিমা: [২] ‘মানবিক ত্রাণ সহায়তা’ অন্য দেশগুলোর ওপর পরোক্ষ চাপ দিতে যুক্তরাষ্ট্রের ‘অশুভ রাজনৈতিক পরিকল্পনা’র অংশ বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার এক গবেষক। এর আগে দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলো বলেছিলো, পিয়ংইয়ংকে যুক্তরাষ্ট্রের করোনার টিকাসহ অন্যান্য সহায়তা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়িয়ে তুলতে পারে। রয়টার্স

[৩]উত্তর কোরিয় বিশ্লেষকের এই মন্তব্য সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গবেষকের এই মন্তব্য যে সরকারের চিন্তুা-ধারাকেই প্রতিফলিত করে এটি তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

[৪]উত্তর কোরিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিনিময় মন্ত্রণালয়ের প্রচারক সমিতির জ্যেষ্ঠ গবেষক কাং হায়ন চোল বিশ্বব্যাপী বিভিন্ন উদাহরণ দেখান, যাতে তিনি দাবী করেন, যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা তাদের বৈদেশিক নীতির লক্ষ্য বা মানবাধিকার ইস্যুতে একটি দেশকে চাপ দেয়ার যোগসূত্রতারই একটি অংশ। কাং লিখেছেন, মার্কিন সরকারের একক উদ্দেশ্য হলো মানবিক সহায়তাকে ‘মানবাধিকার ইস্যু’র সঙ্গে যুক্ত করে সার্বভৌম রাষ্ট্রগুলোর ওপর তাদের চাপকে বৈধতা দেয়া ও অপ রাজনৈতিক পরিকল্পনা হাসিল করা।

[৫]তিনি বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব সেনা সরিয়ে নিয়ে যাচ্ছে এবং একইসঙ্গে আফগানিস্তান সরকারকে সহায়তা দেয়া তারা কমিয়ে দিচ্ছে। প্রকৃত বিষয় হলো অনেক দেশ মার্কিন সহায়তা নিয়ে তার তিক্ত স্বাদ পেয়েছে।

[৬]এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা দেয়া সমর্থন করেন তবে দেশটিকে সরাসরি সহায়তা দেয়ার কোনো প্রচেষ্টা এখনো মার্কিন সরকার করছে না।

[৭]দক্ষিণ কোরিয়া বলেছে, অনুরোধ করা হলে তারা করোনার টিকা সরবরাহ করবে। কিছু বিশ্লেষক বলেছেন, এই জাতীয় বৈদেশিক সহায়তা উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণুনিরস্ত্রীকরণের কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর সুযোগ সৃষ্টি করতে পারে। চীন ও রাশিয়ার কাছ থেকে সহায়তা নিলেও সিওল ও ওয়াশিংটনের কাছ থেকে সহায়তা নেয়ার কোনো আগ্রহ দেখায় নি পিয়ংইয়ং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়