শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেনাল্টি মিস করায় সামাজিক মাধ্যমে বর্ণবাদী আক্রমণের শিকার সাকা, রাশফোর্ড ও সানচো

লিহান লিমা: [২] পেনাল্টি মিস করায় সামাজিক মাধ্যমে জাতিগত ও বর্ণবাদী ঘৃণাত্মক আক্রমণের শিকার হয়েছেন ইংল্যান্ডের বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড এবং জ্যাডন সানচো। সাকা, রাশফোর্ড ও সানচো শেষ তিনটি পেনাল্টি পান-যার মধ্যে দুটোই আটকে দেন জিয়ানলুইগি ডোনারুম্মার। এর পর থেকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী গালি ও ইমোজির বন্যা বয়ে যায়। তাদের অ্যাকাউন্টে বানর ইমোজি এবং অন্যান্য জাতিগত আপত্তিজনক মন্তব্য করা হয়। গার্ডিয়ান

[৩]ফুটবল এসোসিয়েশন এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলে, ‘এফএ সব ধরণের বৈষম্যের কঠোর নিন্দা জানাচ্ছে, সামাজিক মাধ্যমে ইংল্যান্ডের খেলোয়াড়রা যে বর্ণবাদের শিকার হয়েছেন তাতে আমরা হতবাক হয়েছি। দোষী ব্যক্তির সর্বোচ্চ সাজার আহ্বান জানিয়ে আমরা ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সমর্থনের যথাসাধ্য চেষ্টা করবো।’ এফএ আরো জানায়, এই ধরণের অপকর্মের যাতে সমাপ্তি হয় তার জন্য ব্রিটিশ সরকারকে আইন আনার অনুরোধ করছি। বিবৃতিতে বলা হয়, ‘নিজেদের প্লাটফর্ম হতে অপকর্মকারীদের নিষিদ্ধ করার জন্য সামাজিক মাধ্যম সংস্থাগুলোর পদক্ষেপ গ্রহণ এবং জবাবদিহিতা ও ব্যবস্থা গ্রহণ করা দরকার।’

[৪]লন্ডন মেট্রোপলিটন পুলিশ বিষয়টি নিয়ে একটি তদন্ত চালু করেছে। পুলিশের টুইট বার্তায় বলা হয়, ‘আমরা সামাজিক মাধ্যমে ফুটবলারদের সঙ্গে হওয়া বর্ণবাদী আক্রমণাত্মক মন্তব্য সম্পর্কে অবগত। এই ধরণের হয়রানি অগ্রহণযোগ্য। এটি সহ্য করা হবে না। ইতোমধ্যেই আমরা বিষয়টি নিয়ে তদন্ত চালু করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়