শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: [২] র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলো- পাবনা সদর উপজেলার দক্ষিন রামচন্দ্রপুর গ্রামের মোঃ মোসলেম উদ্দীনের পুত্র মোঃ হামিদুর রহমান (৪০), কুমিল্লার তিতাস উপজেলার মধ্যে আকালিয়া গ্রামের মৃত আব্দুল রফের পুত্র মোঃ সাজ্জাদ হোসেন (৩৫)।

[৩] র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সুত্রে জানা যায়, র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রুপালী ব্যাংক লিঃ বগুড়া সেনানিবাস শাখার সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ইয়াবা ও গাঁজা বহনের সময় দুই মাদক ব্যবসায়ীকে ৬৬০০পিস ইয়াবা, ৪কেজি গাঁজা, ১টি পিকআপ ৩টি মোবাইল, ৪ টি সীমকার্ড এবং নগদ ১১৫০০ টাকাসহ গ্রেফতার করে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য শাজহানপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

[৫] র‌্যাব-১২ বগুড়া ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য শাজহানপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়