শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: [২] র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলো- পাবনা সদর উপজেলার দক্ষিন রামচন্দ্রপুর গ্রামের মোঃ মোসলেম উদ্দীনের পুত্র মোঃ হামিদুর রহমান (৪০), কুমিল্লার তিতাস উপজেলার মধ্যে আকালিয়া গ্রামের মৃত আব্দুল রফের পুত্র মোঃ সাজ্জাদ হোসেন (৩৫)।

[৩] র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সুত্রে জানা যায়, র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রুপালী ব্যাংক লিঃ বগুড়া সেনানিবাস শাখার সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ইয়াবা ও গাঁজা বহনের সময় দুই মাদক ব্যবসায়ীকে ৬৬০০পিস ইয়াবা, ৪কেজি গাঁজা, ১টি পিকআপ ৩টি মোবাইল, ৪ টি সীমকার্ড এবং নগদ ১১৫০০ টাকাসহ গ্রেফতার করে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য শাজহানপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

[৫] র‌্যাব-১২ বগুড়া ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য শাজহানপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়