শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৩:২১ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে হেরে যাওয়ায় ৩ ব্রাজিল সমর্থকের মাথা ন্যাড়া

ডেস্ক রিপোর্ট : ফুটবল খেলা নিয়ে বাংলাদেশে দর্শকদের কৌতুহলের শেষ নেই। আছে প্রিয়দলের প্রতি ভালোবাসার নিদর্শনও। তেমনি এক ফুটবলের আসর কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল প্রতিদ্বন্দ্বী হওয়ায় প্রিয় দলের পক্ষে সমর্থকদের আত্মবিশ্বাসের কমতি ছিল না। অনেকে ফাইনালের ফলাফল নিয়ে আগাম বাজিও ধরেছেন। এমনি এক মজার বাজি ছিল কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে। ফাইনালে প্রিয় দল ব্রাজিল হারায় মাথা ন্যাড়া করতে হলো তিন সমর্থককে। চ্যানেল২৪

স্থানীয়দেও কাছ থেকে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ীতে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক দুই দলের মধ্যে ফাইনালকে কে জিতবে সেই নিয়ে আগাম শুরু হয় বসচা। এক পর্যায়ে ছয় সমর্থক ধরেন বাজি। প্রিয় দল হারলে মাথা ন্যাড়া করবেন তারা। যেই কথা সেই কাজ। রোববার সকালে ফাইনাল খেলা শেষে আর্জেন্টিনার জয় নিশ্চিতের পরপরই ব্রাজিলের তিন সমর্থকের মাথা ন্যাড়া করে দেন আর্জেন্টাইন সমর্থকরা। রোববার আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ শেষে সকাল ১০টার দিক সদর কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের ঘটনা এটি।

অন্য সমর্থকরা জানান, শনিবার রাতে কথার এক পর্যায়ে তর্ক-বির্তকে লিপ্ত হন আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা। আর কোনো কথা নয়। সোজাসুজি ধরা হয় বাজি। হয়ে যায় সমর্থিত প্রিয় দল হারলে মাথা ন্যাড়া করার মৌখিক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ফাইনাল খেলা শেষে তিন ব্রাজিলিয়ান সমর্থকের এ অবস্থা। অবশ্য বিষয়টি এলাকায় ব্যাপক হাস্যরস সৃষ্টি করেছে। অনেকখানে এটি গল্পের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়