শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে বাড়তি টহলদারি চায় বিজিএমইএ

শরীফ শাওন: [২] মহাসড়কটিতে প্রায়শই চুরি-ডাকাতির ঘটনা ঘটে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও র‌্যাব সদস্যদের টহলদারি ও তদারকি আরো বাড়াতে হবে। বিশেষ করে ঢাকার মিরপুর বেঁড়িবাধে ধউর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানো প্রয়োজন।

[৩] রোববার (১১ জুলাই) বিজিএমইএ অফিসে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সঙ্গে আলোচনায় তিনি বলেন, চুরি বা ডাকাতির ফলে সংশ্লিষ্ট কারখানা মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি ক্রেতা দেশের কাছেও ভাবমূর্তি ক্ষূন্ন হয়। যার আর্থিক মূল্য নিরুপণ অসম্ভব।

[৪] আলোচনায় চুরি বা ডাকাতি প্রতিরোধে সকল ট্রাক ও কাভার্ডভ্যানে ট্রাকিং ডিভাইস বা জিপিএস স্থাপন, পরিবহনে পণ্যের কার্টুন যেনো বৃষ্টিতে না ভেজে সে বিষয়ে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়। পণ্যবাহি ট্রাক বা কভার্ডভ্যান চালক, সহকারি, গাড়ির নম্বর ও চালকের জরুরি ডকুমেন্টের ছবি সংরক্ষণের বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন।

[৫] সমিতির নেতৃবৃন্দ জানান, পরিবহনসহ পোশাক ডিপোতে আনলোডের অপেক্ষায় ৫-৭ দিন পড়ে থাকে। এতে পরিবহন খরচ বেড়ে যায়। এছাড়াও চালকদের লাইসেন্স সমস্যা (বিআরটিসি সহজে চালকদের লাইসেন্স দিচ্ছে না), ভ্রাম্যমান আদালতে মামলা বা জরিমানা আদায় এবং অবকাঠামো সমস্যা (অনুন্নত সড়কপথ) রয়েছে। এসময় সমস্যাগুলো সমাধানে উদ্যোগ গ্রহনের আশ্বাস দেন ফারুক হাসান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়